Site icon Trickbd.com

স্ক্রিনের যে কোনো স্থান Zoom করুন | কোনো এপ ছাড়াই।

Unnamed

Post Credit >> Tech শিক্ষক। নিচে লিংক দেয়া আছে দেখে নিবেন।

??আসসালামু আলাইকুম??

?সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

পোস্টের বিষয়ঃ

?ওপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা স্ক্রিনের যে কোনো স্থানে ৩ বার ক্লিক করলে সেখানে জুম হয়ে যাবে। বিশেষ করে যারা ইউটিউবার তাদের কাজে আসবে। তো চলেন বেশি কথা না বলে কাজে আসা যাক।

?কাজটা করার জন্য আপনাদের সেটিংটা ওপেন করতে হবে। সবাই Setting টা ওপেন করে নিবেন।
তারপর Accessibility তে যাবেন।

?তারপর আপনি যাবেন Magnification Gestures।

?তারপর এটা On করে দিন।

?তারপর যে কোনো স্থানে ৩ টা ক্লিক করবেন, তাহলে জুম হবে সেখানে। আবার ৩ টা ক্লিক করলে জুম আউট হবে।

?না বুঝলে ভিডিওটা দেখেনঃ

?এইভাবে আপনি ব্যবহার করতে পরবেন।আপনার এই পোস্টটি যদি ভালো লাগে তাহলে কষ্ট করে একটা কমেন্ট করিয়েন এতে করে আমার নতুন নতুন পোস্ট নিয়ে আসতে উৎসাহিত করবে।

আমার চেনেলটা থেকে ঘুরে আসেন ভাল লাগলে, Subscribe করতে বুলবেন না।

Tech শিক্ষক (SUBSCRIBE)

?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস পোস্ট পেতে ট্রিকবিডি এর সাথেই থাকুন।

আল্লাহ হাফেজ