হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি মোবাইলে ভিপিএন দিয়ে চালানো ফ্রী ইন্টারনেট কম্পিউটারে চালাতে পারছেন না তবে দেরী কিসের দেখে নিন সমাধান আর ডাউনলোড করে নিন যা লাগবে।
আমরা যারা TrickBD ভিজিট করি তারা সবাই অবগত আছি যে ফ্রী ইন্টারনেট চালানো যায়, অনেকে চালিয়ে এসেছেন এখনো চালাচ্ছেন এবং আগামীতেও চালাবেন। কিন্তু আজকের লেখাটি কিভাবে ফ্রী ইন্টারনেট চালাতে হয় তা নিয়ে নয় বরং মোবাইলে ভিপিএন দিয়ে চালানো ফ্রী ইন্টারনেট কিভাবে কম্পিউটারে চালাবেন তা নিয়ে।এর মূল কারন অনেকেই আছেন যে মোবাইলে ভিপিএন দিয়ে ফ্রী চালাতে পারেন কিন্তু তা কম্পিউটারে শেয়ার করে চালাতে পারেন না তাই আমি আপনাদের এই কাজটি কিভাবে করতে হবে তা বিস্তারিতভাবে উপস্থাপন করার চেষ্টা করবো আশা করি অনেকেই জানেন তবে যারা জানেন না তারা নিচে চলুন আমার সাথে।
যা যা লাগবে তা নিম্নরূপঃ
1. Pdanet+ Android Apk
ডাউনলোড লিংক
অথবা
Pdanet+ Full family zip – UploadOcean link
অথবা
Pdanet+ Full family zip -BDupload link
অথবা
উপরের যে কোন একটি সোর্স থেকে ডাউনলোড করুন যেখান থেকে আপনার সহজ হয়।
এবার সবকিছু ঠিকঠাক মত ডাউনলোড এবং ইন্সটল হয়ে গেলে নিচের পদ্ধতি অনুসরন করুন।
কার্য পদ্ধতি
Pdanet Apk ফাইলটি Open করুন।
প্রথমে উপরের চিত্রে দেখানো সাদা ঘরে ক্লিক করে টিক মার্ক করে দিতে হবে অন্যথায় কাজ হবেনা।তাহলে নিচের মত দেখতে পারবেন।
এবার Go To Setting এ ক্লিক করুন।
আবার FoxFi তে ফিরে এসে সাদা ঘরটিতে টিক মার্ক করে দিন।
সবশেষে
আশা করি সবাই সুন্দর ভাবে কাজটি বুঝতে সক্ষম হয়েছেন তাহলে আরম্ভ করে দিন আপনার ফ্রী ইন্টারনেট মোবাইল থেকে কম্পিউটারে শেয়ার করা।অন্য দিকে আপনি একই সফটওয়্যার দিয়ে অন্য মোবাইলে হটস্পট এর মাধ্যমে ফ্রী ইন্টারনেট শেয়ার করতে পারবেন।
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স এবং আমার সাইট Movie4Tag