Site icon Trickbd.com

[Must See]এবার Es file explorer দিয়ে এক ফোন থেকে অন্য ফোনে ফাইল Transfer করুন.. [Super Fast].. একসাথে একাধিক ফোনে transfer করতে পারবেন এমনকি PC তেও file transfer করতে পারবেন..

Unnamed

আপনাকে ট্রিকবিডিতে স্বাগতম এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা

 

আজকের পোস্টের বিষয় বিষয়ঃ

 ?আপনারা টাইটেল দেখে নিশ্চয়ই আজকের পোস্টের মূল বিষয়য়টা বুঝে গেছেন..আপনারা সবাই নিশ্চয়ই Es file explorer ব্যবহার করেন.. আমি জানি না করমেও আপনার ফোনে অবশ্যই আছে..
আজ আমি আপনাদের শিখাবো কিভাবে Es file explorer দিয়ে খুব সহজে এবং দ্রুত এক ফোন থেকে অন্য ফোনে ফাইল ট্রান্সফার করা যায়..
এ পদ্ধতিতে একসাথে অনেকগুলো ফোনেও ফাইল ট্রান্সফার করতে পারবেন..এমনকি PC তেও File Transfer করতে পারবেন.. এ পদ্ধতিতে PC তে ফাইল Transfer করলে USB দিয়ে Transfer এর মতো করেই File Transfer করা যায় কিন্তু USB লাগবে না..

  ??বিঃদ্রঃ আমি এই বিষয়ে ট্রিকবিডিতে সার্চ করে কোনো পোস্ট পাইনি..থাকলে জানাবেন..যাদের এই পদ্ধতি ভালো লাগবে না বা যারা এইটা ইউজ করতে আগ্রহী না তারা এটার চেয়ে ওটা ভাল এরকম কোন কমেন্ট করবেন না

তো চলুন শুরু করা যাকঃ

?দুইটি ফোনের যেকোন একটিতে Hotspot On করুন..

?অন্য ফোনে WIFI On করে Hotspot এর সাথে Connect করুন..

 ?এবার যে ফোনের ফাইল ট্রান্সফার করতে চান সেই ফোনে Es file explorer ওপেন করুন..
যদি দুইটা ফোন থেকে দুইটা ফোনেই ফাইল ট্রান্সফার করতে চান তাহলে দুইটাতেই Es file explprer ওপেন করবেন এবং যেরকম করে দেখাচ্ছি দুইটাতেই এরকম করবেন..
Menu থেকে Network এর Remote Manager এ ক্লিক করবেন..

?নিচের ss এর মতো দেখতে পাবেন..

Turn On এ ক্লিক করুন..

?নিচের ss এর মতো একটা Address দেখতে পাবেন..
ঐটা মনে করে রাখুন..

?এবার অন্য ফোনে যেকোন একটা Browser ওপেন করুন.. এবং যে Address পেয়েছিলেন ঐ address এ ঢুকুন..

?নিচের ss এর মতো পুরো মেমোরি দেখতে পাবেন..

?যে ফাইল আপনি নিতে চান সে ফাইলে ক্লিক করুন..
দেখবেন সাথে সাথে ডাউনলোড শুরু হয়ে গেছে এবং খুব দ্রুত ডাউনলোড হয়ে মেমোরিতে চলে আসবে..

 একসাথে একাধিক ফোনে ফাইল ট্রান্সফার করতে চাইলে শুধুমাত্র WIFI On করে Hotspot এর সাথে কানেক্ট করে Browser এ এড্রেসটি ওপেন করলেই হবে..
PC তে করতে চাইলে [শুধুমাত্র যাদের পিসিতে WIFI আছে] Hotspot এর সাথে কানেক্ট করে একই পদ্ধতিতে Browser এ Address টি ওপেন করবেন..
এবং এহই পদ্ধতিতে file ডাউনলোড করতে পারবেন..
USB দিয়ে transfer করার মতো করে PC তে USB ছাড়া ট্রান্সফার করা আজ দেখাতে পারলাম না সেজন্য দুঃখিত..
অন্য একদিন দেখাবো..

 আজ এ পর্যন্তই..
কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ..
কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন..

পোস্টটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন..সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

যেকোন সমস্যায় ফেসবুকে আমিঃ

 

নিয়মিত সালাত আদায় করুন এবং প্রতিদিন রোজা রাখুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন..
ধন্যবাদ..

Exit mobile version