Site icon Trickbd.com

খুব সহজে Picsart এর Default font পরিবর্তন করে নিন.. Uninstall করলেও font থেকে যাবে.. আর সাথে নিয়ে নি 21টি বাংলা font..

Unnamed

আপনাকে ট্রিকবিডিতে স্বাগতম এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
 

পোস্টের বিষয়ঃ


? Picsart একটি জনপ্রিয় Photo Editor Android ফোনের জন্য..কিন্তু এটাতে বাংলা font নেই.. বাংলা font যদি picsart এর fonts ফোল্ডারে রাখা তখনই শুধুমাত্র বাংলা ফন্ট ব্যবহার করা যায়.. কিন্তু Picsart uninstall করলে বা Picsart ফোল্ডার Delete করে দিলে আর বাংলা ব্যবহার করা যায়না.. তখন আবার বাংলা font install করতে হয়.. এখন আমি শেখাবো কিভাবে আপনারা Picsart font mod করবেন.. মানে Permanently বাংলা font install করবেন.. Uninstall করে install করলেও বাংলা font ব্যবহার করতে পারবেন.. বাংলা ফন্টের পরিবর্তে আপনারা যেকোন font (যেমনঃ English Stylish font) চাইলে ব্যবহার করতে পারবেন..এভাবে আসলে আপনি Pisart এর default font গুলো change করতে পারবেন.. এভাবে আপনি সর্বোচ্চ 35 টি font ব্যবহার করতে পারবেন..কারণ Picsart এর Default font 35 টি..

চলুন শুরু করা যাকঃ


এ কাজের জন্য আপনাদের দুইটি App লাগবে.. Es File Explorer এবং Zipsigner .. Es File Explorer নিশ্চয় আপনাদের সবার কাছে আছে..নিচের লিংক থেকে যাদের কাছে zipsigner নেই তারা ঐটা Download করে নিন.. আর হ্যা আপনাদের সবের কাছে বাংলা font নাও থাকতে পারে.. তাই Bangla font এবং zipsigner একসাথে zip করে Drive এ Upload করে দিলাম..

Zip Size    : 4.1MB
Zip Password : TrickBD

 

প্রথমে আপনারা Es File Explorer দিয়ে এই ফাইল Unzip করে রাখুন..
তারপর Picsart App সিলেক্ট করে উপরের দিকে 3 ভটা ডটে ক্লিক করলে অনেক অপশন পাবেন..এর মধ্যে “Extract to” এ ক্লিক করবেন..

প্রথমটা সিলেক্ট করে “OK” করবেন..

একটু অপেক্ষা করুন Extract হবে..

এবার font গুলো যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে ঢুকুন..

সবগুলো font সিলেক্ট করে “Rename” অপশনে ক্লিক করুন..

প্রথম বক্সে font_ লিখবেন আর সবার শেষ বক্সে .ttf লিখবেন.. তারপর “OK” করবেন..

আবার font গুলো সিলেক্ট করে কপি করুন..

“Picsart” “Extract” করে যে Folder পেয়েছিলেন ওটাতে যান.. তারপর “assets” নামের ফোল্ডারে ক্লিক করুন..

“fonts” নামে একটা folder পাবেন ওটাতে ক্লিক করবেন..

এবার “Paste” অপশনে ক্লিক করবেন..

“Apply to all” এ টিক দিয়ে “Overwrite” এ ক্লিক করবেন..

এবার  Picsart এর Extract ফোল্ডারের সব folder এবং file সিলেক্ট করে উপরের 3টা ডটে ক্লিক করে “Compress” এ ক্লিক করবেন..

“OK” ক্লিক করবেন..

একটু অপেক্ষা করুন.. Zip হয়ে যাবে..

এবার zipsigner install করে open করেন..
তারপর Choose Input/Output এ ক্লিক করবেন..

যে ফোল্ডারে zip টি রেখেছেন সেই folder open করে zip টি সিলেক্ট করুন..

এবার Signed Output File এর নিচের ss এ দেখানো জায়গায় যেখানে .apk লেখা আছে সেখানে .zip লেখা থাকবে.. আপনি .zip কেটে .apk লিখে দিবেন.. তারপর “SIGN THE FILE” এ ক্লিক করবেন..

একটু অপেক্ষা করুন app প্রস্তুত হয়ে যাবে.. এবার আসল Picsart uninstall করে যে Pisart create করলে সেটা install করুন..

এবার Pisart open করে কিছু লিখে দেখুন আপনার font কাজ করছে..

এখন এ পর্যন্তই..কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ..কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন..
পোস্টটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন..সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

যেকোন সমস্যায় ফেসবুকে আমিঃ

 

নিয়মিত সালাত আদায় করুন,প্রতিদিন রোজা রাখুন, খারাপ কাজ হতে বিরত থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন..

Exit mobile version