সবাইকে আমার সালাম জানাই। আশা করি সবাই ভালো আছেন।
পোস্টের টাইটেল দেখে অনেকেই বুঝে গেছেন যে আমি কি বুঝাতে চাইছি। আবার অনেকেই হয়তো ভাবছেন যে Flashable Zip ফাইল কি?
আপনি যদি না জানেন যে Flashable Zip ফাইল কি? তাহলে জেনে রাখুনঃ
★Flashable Zip ফাইল হচ্ছে রিকভারিতে ফ্ল্যাশ করার যোগ্য zip ফাইল। (যেমনঃ মোবাইল রুট করার জন্য SuperSU.zip, magisk.zip ইত্যাদি)
আমরা অনলাইনে বিভিন্ন যায়গায় বিভিন্ন ধরনের ধরকার Flashable Zip ফাইল পেয়ে থাকি। এগুলোর কোনোটা হয়ত Tweaks, কোনোটা মডিউল, আবার কোনোটার ভিতরে থাকে বুট এনিমেশন।
আমরা নানা কাজে এইসব ফাইলগুলো ডাউনলোড করে ব্যবহার করে থাকি।
কিন্তু আমরা নিজেরাও ইচ্ছে করলে খুব সহজেই এই Flashable Zip ফাইল বানাতে পারি। যেমনঃ আপনি যদি কোনো বুট এনিমেশন এর Flashable Zip বানান, তাহলে ওই ফাইলটি রিকভারিতে ফ্ল্যাশ করে যেকেউই তার ফোনে বুট এনিমেশনটি এপ্লাই করতে পারে।
আবার আপনি অনেকগুলো অ্যাপস এর একটি Flashable Zip ফাইল বানাতে পারবেন। যেটি দিয়ে একটিমাত্র ফ্ল্যাশেই আপনি অনেকগুলো অ্যাপস একসাথে ইন্সটল করতে পারবেন।
তাহলে নিশ্চই Flashable Zip ফাইল বানানোর লাভ বুঝে গেছেন।
এবার মুল পোস্টে চলে যাই।
আজকে আমি শুধু একটি Flashable Zip ফাইলের Template দিব এবং সেটি কিভাবে এডিট করতে হয় তা নিয়ে আলোচনা করবো।
চলুন প্রথমে নিচের লিংক হতে টেম্পলেটটি ডাউনলোড করে নিন।
Download Now
অতঃপর Template টি Extract করে নিন। Zarchiver থাকলে Extract করার প্রয়োজন নেই। আমি Zarchiver দিয়ে কিভাবে ফাইলটি এডিট করতে হয় তা দেখাবো। তাই যাদের কাছে Zarchiver নেই তারা প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিন।
প্রথমে ডাউনলোডের পর Zarchiver এ গিয়ে ফাইলটির উপর ক্লিক করে View তে ক্লিক করুন।
ফাইলটির ভিতরে আপনার ২টি ফোল্ডার পাবেন।
১ম টি হচ্ছে META-INF আর ২য় টি হচ্ছে system।
আমাদের সবকাজ হবে system ফোল্ডারের ভিতরে। যেমন আমি একটি Boot Animation এর জন্য ফ্ল্যাশএবল ফাইল বানাবো।
তাহলে যা করতে হবে,
system ফোল্ডার এর ভিতরে media নামক আরেকটি ফোল্ডার তৈরি করতে হবে। কারন বুট এনিমেশন সাধারণত রুটের system ফোল্ডারের ভিতর media নামের ফোল্ডারে থাকে।
তারপর media ফোল্ডারের ভিতরে আমাদের বুট এনিমেশনটি রাখতে হবে।
বিঃদ্রঃ যারা প্রথমে ফাইলটি Extract করেছিলেন তাদেরকে উক্ত কাজগুলো সম্পন্ন করে ফাইলটি আবার Compress করতে হবে।
সবশেষে ফাইলটিকে আপনার প্রয়োজনমত নাম দিয়ে Rename করে নিন।
ব্যাস, হয়ে গেলো আমাদের বুট এনিমেশনটির Flashable Zip ফাইল। ফাইলটি যেকেউই তার ফোনের রিকভারি মোডে গিয়ে ফ্ল্যাশ করে বুট এনিমেশনটি এপ্লাই করতে পারবে।
এটি শুধুমাত্র একটি ডেমো ছিলো। আপনারা উক্ত টেম্পলেটটি দিয়ে যেকেনো ধরনের Flashable Zip বানাতে পারবেন।
কারো কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।