Site icon Trickbd.com

How To Make A CCTV Camera In Android phone At Home

Unnamed

আসসালামু আলাইকুম বন্ধুরা।
কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন।
আমি ভালো আছি। ভালো আছি
বলেই তো আপনাদের
মাঝে হাজির হলাম নতুন এক
টিপস নিয়ে। ট্রিকবিডিতে
এটা আমার প্রথম পোষ্ট তাই কোন
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর কথা বাড়াবো না চলুন শুরু করা যাক।
প্রথমে বলে রাখি এই সিসি টিভি কেমেরা তৈরি করতে
আপনার দুটা এন্ড্রয়েড ফোন লাগবে। data connection
ও লাগবে। চলুন শুরু করা যাক।

নিচের লিং Click here
থেকে এপটি ডাউনলোড করুন যে ফোনটিকে কেমেরা হিসেবে ব্যবহার করবেন।আর হা যে ফোনটিকে কেমেরা করবেন ঐ ফোন থেকে ডাউনলোড করতে হবে।
নয়তো কাজ করবে না। নিচের sccenshort গুলা ভালো করে follow করুন।
Start Server click করুন

তারপর Action option click করুন

copy to clicp board

কপি করার পর আপনার ঐ ফোন টায়
মেসেজ করে পাঠান।যেটায় ভিডিও দেখবেন।
চাইলে আপনি আইপি টা লিখে
রাখতেও পারেন।আপনার ঐ ফোনটার
chrome browser open করুন।
তারপর আইপি পেস্ট করে browse করুন

এবার Browse এ ক্লিক করে দেখুন ভিডিও দেখা যাচ্ছে।

ধন্যবাদ সবাইকে কষ্ট করে পোষ্টটি পরার জন্য।
ভালো করে বুঝানোর জন্য ভিডিও এর প্রয়োজন ছিল কিন্তু আমার দুটাই ফোন তাই ভিডিও করতে পারিনি।
আপনাদের বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন বুঝানোর চেষ্ঠা করবো। ভালো থাকুন সুস্থ থাকুন ট্রিকবিডির সাথে থাকুন।
Exit mobile version