Site icon Trickbd.com

Offline এ Bangla, English যেকোনো গানের Lyric দেখুন আপনার পছন্দের Music Player এ!

Unnamed

বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু যেকোনো গানের সাথে লিরিক দেখুন অফলাইনে আপনার পছন্দের মিউজিক প্লেয়ারে!

আমরা সবাই জানি যে musixmatch দিয়ে অনলাইনে লিরিক দেখা ও গান শোনা যায়। কিন্তু অফলাইনে গানের লিরিক দেখার কোনো উপায় নেই। তাই আজকে দেখাবো কিভাবে অফলাইনে লিরিক দেখা যায়, তবে তার জন্য কিছুটা ঝামেলা করতে হবে আর সামান্য কিছু ইন্টারনেট (শুধু একবার) লাগবে। মূলত আমি যে টিউটোরিয়াল টা দেখাবো তাতে আপনার নিজেরই গানের লিরিক বানাতে/সিঙ্ক করতে হবে। তাইলে চলুন শুরু করি:

১. প্রথমে প্লে স্টোর থেকে Listen it মিউজিক প্লেয়ারটা ডাউনলোড করে নেন।
Download ListenIt form Playstore

২. এবার আপনি যে গানের লিরিক শুনবেন তার নামের সাথে musixmatch ওয়ার্ড টা লাগিয়ের গুগলে সার্চ দেন। কারণ প্রায় সব গানেরই লিরিক musixmatch ওয়েবসাইটে পাওয়া যায়, এই জন্য musixmatch ওয়ার্ড টা add করলে স্পেসিফিক ভাবে ওই ওয়েবসাইটের রেজাল্ট শো করবে। আপনি ইচ্ছা করলে azlyric বা অন্য যেকোনো ওয়েবসাইট থেকেই লিরিক খুঁজে বের করতে পারবেন।

৩. এবার লিরিক পুরোটা কপি করে নেন ক্লিপবোর্ডে। ব্যাস ইন্টারনেটের কাজ এইটুকুই। এই সার্চ করতেই শুধু যতটুকু ইন্টারনেট লাগবে। পরবর্তী টুকু অফলাইনে করতে পারবেন।

৪. এবার ListenIT ওপেন করে যেই গান এর লিরিক বানাবেন সেটা ওপেন এলবাম আর্ট এর উপর একবার ক্লিক করেন। তারপর add lyric এ ক্লিক করেন।

৫. এবার আপনার কপি করা লিরিক টা পেস্ট করে দেন। আর কোথাও যদি কিছু রিমুভ বা কোনো লাইন add করতে হয় তাহলে সেটা করে ফেলেন।

৬. এরপর গান প্লে করেন, Play বাটনে ক্লিক করে। এবার গানের যে লাইন বলবে লিরিকের সেই লাইনে কার্সর নিয়ে গিয়ে টাইম বাটনে ক্লিক করেন। তাহলে কার্সর অটমেটিক পরের লাইনে চলে যাবে, এভাবে পরের লাইন যখন বলবে তখন আবার টাইম বাটনে ক্লিক করেন।

৭. এভাবে পুরো গানটা সিঙ্ক করেন। এক্ষেত্রে সিঙ্ক ভুল হলে গান শোনার সময় লিরিক ভুল দেখাবে। তাই সিঙ্ক টা মনোযোগ দিয়ে ঠিকভাবে করবেন। এবার পুরোটা সিঙ্ক হয়ে গেলে save করেন।

৮. এখন লিরিক অফলাইনে শোনার জন্য রেডি। এখন যতবার খুশি শুনতে পারবেন, কোনো নেট লাগবে না। কিন্তু একটা সমস্যা হচ্ছে এখন শুধু ListenIT এই লিরিক শো করবে। অন্য প্লেয়ার গুলোতে করবে না।

৯. অন্য প্লেয়ারগুলোতে লিরিক দেখার জন্য আপনাকে ফোন মেমোরির ListenIt/Lyrics ফোল্ডারে গিয়ে এইমাত্র বানানো লিরিক টা কপি করতে হবে।

১০. এবার কপি করা লিরিক টা যে ফোল্ডারে আপনার ফোনের গান গুলা আছে সে ফোল্ডারে পেস্ট করতে হবে। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে, গান আর লিরিকের নাম কিন্তু একই থাকতে হবে।

১১. এখন আপনি এই লিরিক Musicolet, Pulsar, BlackPlayer, MIUI Default Player, Huawei Music player সহ প্রায় সব মিউজিক প্লেয়ার এই(যেগুলোতে অফলাইন লিরিক lrc ফাইল সাপোর্ট করে) শুনতে পারবেন।

আর একবার সিঙ্ক করা এই lrc ফাইল গুলা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ারও করতে পারবেন। আর যেহেতু গুগলে প্রায় সব ভাষার গানেরই লিরিকই পাওয়া যায় তাই আপনি যে গানই শোনেন না কেন সেইটা আপনি নিজেই লিরিক বানায়ে নিয়ে শুনতে পারবেন অফলাইনে।
ধন্যবাদ সবাইকে টিউটোরিয়াল টা পড়ার জন্য। ✌