Site icon Trickbd.com

[No Root]মোবাইলের Front Flash কে Led  Indicator হিসেবে ইউজ করুন [like samsung S8/9][Only phone with front flash]

পোস্ট টা যদিও অনেক ছোট হয়ে গেছে তবে আশা করি এটা আপনার বিরক্তির কারন নাও হতে পারে  🙂

মুল টপিকঃ
আমাদের যাদের মোবাইলে Front Flash রয়েছে বা যেটা কে selfe flash বলা হয় সেটাকে চাইলেই Led Indicator  বানিয়ে ফেলতে পারি ছোট একটা  Apps এর মাধ্যমে [only phone with front flash]

Led Indicator কি??
অনেক মোবাইলে লক্ষ্য করলে দেখা যায় ফোনের একেবারে উপরে এক পাসে ছোট একটি led লাইট থাকে যেটা কোন sms আসলে বা কোন  Notification আসলে blinking করে (sms বা notification না পড়া পর্যন্ত blinking করতে থাকে) বা Incoming call আসলেও blinking করে (এইটা সেটিংস থেকে করে নিতে হয়) মোবাইলের চার্জ একেবারে কমে গেলেও blinking করে বা জ্বলে নিভ্বে এটাই মুলত Led Indicator

তো আমাদের যাদের Led indicator নাই তবে ছোট্ট একটা front flash আছে চাইলেই সেটাকে হুবহুব Led indicator হিসেবে ইউজ করতে পারি যদি আপনি চান তো…..?
(এ ক্ষেত্রে আমাদের মোবাইলের Front Flash টি Indicator হিসেবে কাজ করবে যদিও অরিজিনাল এর মত কাজ করবে না তবে ততটাও খারাপ না)

তো এখন আপনি যদি আপনার মোবাইলের  Front  Flash কে Led Indicator হিসেবে ব্যাবহার করতে ইচ্ছূক হন তাহলে  Google Play Store থেকে এই এপ্স (0.69 mb) টি নামিয়ে নিন তারপর ইচ্ছে মতো setup করে নিন [install এর পর  notification access চাইবে on করে নিবেন]
(তারপর apps থেকে service enabled করে নিন)

কিছু সেটিংস(optional)
আপনি চাইলে ভিন্নভাবে মোবাইল যখন শুধুমাত্র  Silent/Vibrate মোড এ থাকবে তখন  Led আপনাকে Indicate করবে [ sound mode ছাড়া]
তার জন্য এই  Option চালু করে নিবেন ☟

আবার যদি চান ফোন এর  Screen যখন off থাকবে শুধু তখন  Led indicate করবে তার জন্য এই Option চালু
করে নিবেন ☟

Incoming  Call এবং Sms অথবা  Missed Call এ  Led  Indicator অন করতে এই  Option’s চালু করে নিবেন ☟

এই Option চালু থাকলে,মোবাইল যখন পকেট অথবা ব্যাগ এ থাকবে বা উল্টো হয়ে থাকবে তখন Led indicator অটোমেটিক বন্ধ থাকবে
এবং স্বাভাবিক অবস্থায় যখন incoming call এ led blinking করবে (যদি incoming call এ led indicator option চালু থাকে তো) তখন উপরে proximity sensor এ হাত দিলেই led blinking করা off হয়ে যাবে☟

আরো অনেক  Customization রয়েছে নিজ দায়ীত্বে করে নিয়েন 🙂

Collected from Xda
Apps made by Xda-developers
www.xda-developers.com

Exit mobile version