Site icon Trickbd.com

[Hot] কিভাবে আপনার ওয়াই-ফাই রাউটারের IP Address চেন্জ করবেন।[Just Click to do this]

Unnamed

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

যাহোক প্রায় একমাস পর ট্রিকবিডিতে এলাম।যদিও আমার সামনে Admission পরীক্ষা,, তারপরে ট্রিকটা শেয়ার না করে পারলাম না।

আসলে কি সম্ভব একটি রাউটারের IP Adress চেন্জ করা।হ্যাঁ,,অবশ্যই। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার রাউটারের (Router) এর IP Address চেন্জ করবেন।

তো চলেন শুরু করি।
প্রথমে আপনার রাউটারে লগিন করে নিন।

তারপর সাইডে আপনার Internet settings এ ক্লিক করেন।এখানে LAN options এ ক্লিক করেন।


তারপর নিচের মতো একটা পেজ আসবে।
দেখুন এখানে IP Address লিখা আছে এখানে 192.168. রেখে অন্য যেকোন নাম্বার দিয়ে আপনি আপনার IP Adress চেন্জ করতে পারবেন।

দেখুন আমি 192.168.10.1 এর জায়গায় 192.168.1.1 দিয়েছি।তারপর সবশেষে Apply এ ক্লিক করবেন।ব্যাস!! IP Address. has been Changed।

বি.দ্র.::

IP Adress চেন্জ করার পরে আপনাকে চেন্জ করা আইপি অ্যাড্রেস দিয়ে লগিন করতে হবে।

তো আজ এ পযন্ত,, এর পরে আরো হ্যাকিং বিষযক পোস্ট নিয়ে আসবো,, ইনশাল্লাহ।
আশা করি সবাই ভালো থাকবেন।নিত্য নতুন ট্রিক ও ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।পরবর্তীতে আরো এরকম টিপস্ পেতে সাথেই থাকুন।
সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন।

আশা করি কেউ খারাপ কমেন্ট করবেন না।কোন সমস্যা হলে কমেন্ট করে জানান।

আল্লাহ হাফেজ

যেকোন প্রয়োজনেঃ

Exit mobile version