Site icon Trickbd.com

[requested] Hacker’s Keyboard -অফিস টাইপিং এর জন্য সেরা অ্যান্ড্রয়েড keyboard,কিভাবে enable করতে হয়? + Unique Features নিয়ে এবারের বিস্তারিত review Post (screenshot added) আর কোথাও পাবেন না

Hacker’s Keyboard -অফিস টাইপিং এর জন্য সেরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন । কিভাবে enable করতে হয়? Unique Features নিয়ে এবারের বিস্তারিত Post with screenshot

 

 

Hacker’s Keyboard:

=> আন্ড্রয়েড ফোনে একটি কীবোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেশিরভাগ সময় chat/search/ note করার জন্য ডিফল্ট অ্যান্ড্রয়েড কীবোর্ড আপনাকে সব সময় সন্তুষ্ট করতে পারে না। আপনার একটা কীবোর্ড প্রয়োজন যা কম্পিউটার কীবোর্ড মত সব ফাংশন ব্যাবহারে সাহায্য করবে । আর যে কীবোর্ডটি আপনার এই ঘাটতি দূর করতে পারে, সেটি হলো হ্যাকার কীবোর্ড বা Esc কীবোর্ড।

 

ডাউনলোড লিংক – Hacker’s Keyboard size:1.6Mb [ by Rayhan $efat ]

 

## কীবোর্ডটি ব্যবহারে আমার অভিজ্ঞতা:

=> আমি গুগল প্লে স্টোরে অনেক কীবোর্ড খুজেছি, অনেক কীবোর্ড ডাউনলোড করে ব্যবহার করেছি । প্রত্যেক কীবোর্ডে কোনো না কোনো অসুবিধা ছিলই ।আমি প্রথমবার এই কীবোর্ডের দিকে আকৃষ্ট হলাম এর সাজানো \ Layout দেখে । এই কীবোর্ড ঠিক একটি কম্পিউটার কীবোর্ড এর মত দেখায় + কাজ করে । তারপর, এটার মেমরি সাইজও আবার( ১.৬ MB ), যেখানে প্লে স্টোরের প্রতিটি keyboard 2MB এর উপরে + তেমন Facillity দিতে পারে না।

 

## Unique বৈশিষ্ট্য:

=>  এখানে আমি কীবোর্ডের শুধুমাত্র best বৈশিষ্ট্যগুলো দিলাম। 

 

(1)এই কীবোর্ডে caps-lock feature আছে, যা অনেক কীবোর্ড এই বৈশিষ্ট্য মিস করেছে।

(2) এখানে arrow keys পাবেন । এর মাধ্যমে খুব সহজেই exact letter এ edit করতে পারবেন, যেখানে touch screen এ করা অনেক বিরক্তিকর ।

(3) এই কিবোর্ডে আপনি Delete key পাবেন, যেখানে অন্য কিবোর্ডে শুধু backspace key রয়েছে। Function key তে আপনি এই Delete key পাবেন।

(4) আপনি কী কম্বিনেশন ( যেমন:- ctrl+a, ctrl+c, ctrl+v এবং ctrl+x ) use করতে পারবেন।

(5) ফাংশন কী ( F1থেকে F12 ) use করতে পারবেন । সাধারণত,অ্যানড্রয়েডে ফাংশন কি ‘র তেমন কোনো ব্যবহার নেই, তবে এটি উইন্ডোজ ট্যাবলেটের জন্য কাজে আসবে।

(6) টাইপ করার সময় আপনি word suggestion এর জন্য হ্যাকারের কীবোর্ড ডিকশোনারি ডাউনলোড করতে পারেন। ( মাত্র 600 KB করে )

 

 

## Screenshot Follow করুন:

 

 

 

*** আপনার মতামত নিচে লিখবেন আর ভালো লাগলে অবশ্যই like  দিবেন । 

 

## কিছু শিখাতে পারলে নিজেকে সার্থক মনে করব ।
??? মানুষ মাত্রই ভুল।কোনো ভুল হলে ক্ষমা করবেন ।

*** ধন্যবাদ ***

 

## small request:

( Like দিতে কেউ ভুলবেন না  )

 

 

 

 

 

Exit mobile version