আপনি যদি টারমাক্স ব্যাবহারকারী হয়ে থাকেন, আর যদি একে কাস্টমাইজ করতে চান বা একটু আলাদা লুক পছন্দ হয় তাহলে আপনি স্বাগত।
কি করতে হবে?
খুব বেশি স্টেপ ফলো করতে হবে না। কাজটা অটোমেটেড আপনার কাজ কেবল স্ক্রিপ্টটা রান করা।
কয়েকটা কমান্ড চালানো ছাড়া আর কিছু করতে হবে না। 😀
কিছু প্রিভিউঃ
*(প্রথমটা বাদে বাকিগুলা আমার না)
ইনস্টল করতে ধাপগুলো অনুসরন করুনঃ
- প্রথমে গিট ইনস্টল করে নিন। ইনস্টল করতেঃ pkg install git -y
- এর পর curl ইনস্টল করুনঃ pkg install curl -y
- তারপর কমান্ডটা চালানঃ sh -c “$(curl -fsSL https://github.com/rytotul/termux-zsh/raw/master/install.sh)“
- স্ক্রিনে পাওয়া নির্দেশনা অনুসরণ করুন। সব ডিফল্ট রাখতে (প্রথম স্ক্রিনশট) আপনার কনফার্মেশন চাইলে কোনোকিছু ইনপুট না দিয়ে এন্টার চাপুন।
- সবশেষে অ্যাপটা বন্ধ করে আবার চালু করুন।
- আপনার টারমাক্স তৈরি এক নতুন লুক নিয়ে। 😛
কোনো প্রশ্ন, মতামত, পরামর্শ অথবা গালি 😛 যদি দিতে চান! কমেন্ট বক্স রইলো আপনার জন্য!!!
একটা কুইজ (পারলে সান্তনা পুরষ্কার):
- টারমাক্স এপটির ডেভলপার কে???