Site icon Trickbd.com

যত খুশি এপস install করুন। মেমোরি জায়গা শেষ হবে না • না দেখলে চরম Miss করবেন ।

মূলকথা:
°আসসালামু আলাইকুম… আল্লাহ তায়ালা নামে শুরু করছি। সকল প্রশংসা তো আল্লাহ তায়ালার।°

•Trickbd সকল মেম্বারদের স্বাগতম করছি..

টপিক:
আমাদের সকলের ফোনে খুব বেশি এপস install করা যায় না। বিশেষ করে যাদের ফোনে RAM (Random Access Memory) কম থাকে। তবে আজ আমি আপনাদের সকলের এই সমস্যা দূর করতে এসেছি। কারণ আজ আমি আপনাদের দেখাবো কিভাবে unlimited এপস install করবেন ।

আরো কথা:
Play store এ 50- 60 Mb এপস গুলো আমার ব‍্যবহার করে থাকি। কিন্তু যখন install করি তারপর 200-250 Mb হয়ে যায়।
এগুলো সমস্যা সমাধান দিব আজ।

Trickbd তে আমি নতুন কোনো ভুল হলে ক্ষমা করবেন।
আর কথা না বলে সরাসরি কাজে চলে যায়…

যা প্রয়োজন:
একটি এপস
App Name: Hermit

Size: 3.1MB
Link:-HerMit

প্রথমে এপসটি install করুন।

তারপর অপেন করুন। এবং সালাইড করুন।

এরপর Create button এ ক্লিক করুন

এরপর popular থেকে অথবা search করে আপনার এপস খুঁজে নিন

তারপর menu তে click করে আপনার এপস দেখুন। আমি এখানে Facebook add করেছি।

এখন Home Screen এ Facebook app দেখতে পাবেন।

এর পর open করুন । কি চমৎকার Facebook এর মুল এপস এর মতো।

এভাবেই অনেক এপস ব‍্যবহার করতে পারবেন।

আমার Review:
যাদের ফোনে RAM কম তাদের জন্য অনেক দরকারি একটি অ্যাপস।

শেষ কথা:
পরিশেষে একটি কথা বলতে চায়° এতক্ষণ ধরে Post টি পড়ার জন্য ধন্যবাদ।

আশা করি সবাই একটি ভালো কমেন্ট করবেন।

ধন্যবাদ……..