Site icon Trickbd.com

এন্ডয়েডের প্যাটার্ণ লক ভূলে গেছেন বা আপনার মোবাইলে দেওয়া পাসওয়ার্ড আপনার মনে পড়ছে না?তাহলে জানুন।।by Fahim

Unnamed

প্যটার্ন লক বা পাসওয়ার্ড ভূলে যাওয়ারকারণে ডিভাইসে এক্সেসকরতে সমস্যা হচ্ছে? আজ২টি সমাধান নিয়ে এসেছি আপনাদেরজন্য।সমাধান-১ :এ কাজের জন্যে অবশ্যই সেটের ইন্টারনেটকানেকশনএক্টিভেটেড থাকতে হবে। ৫বার ভুল ইনপুটকরুণ।এরপর একটি অপশন আসবে, Forgot Pattern?এটা ওপেন করুণ। ওপেন করার পর আপনার গুগলএকাউন্ট অর্থাৎ জি-মেইলআই.ডি এবং পাসওয়ার্ডচাইবে। ঠিকঠিক মতো ইনপুট করুণ।সফলভাবে জি-মেইল আই.ডিতে লগইনকরাশেষে আপনাকে নতুনপ্যটার্ণ লক দিতে বলা হবে। নতুন প্যটার্ণএকটিভকরুণ এবং এবারে অবশ্যইসহজে মনে থাকে এমন কোনপ্যাটার্ণ ড্র করুণ। অনেক সময় এই প্রসেসসঠিকহওয়া সত্ত্ব আপনার মোবাইল লকঅবস্থাতে থেকে যাচ্ছে। তাই ২য়সমাধান আপনাদেরজন্য শেষ এবং উপযুক্ত সমাধানহতে পারে।সমাধান-২:ইন্টারনেট কাণেকশন প্রয়োজন নেই। এসময়ে ডিভাইসটিকে ফ্যাক্টরী রিষ্টোরকরা ছাড়া কোন উপায় থাকে না। এসময়আপনাকে ফ্যক্টরী রিষ্টোর করতে হয়।বলে রাখা ভালে যে আপনারপুরো মোবাইল ফরমেটনিয়ে নিবে। ইন্সটল করা সফটওয়্যারে,ফোননাম্বার, মেসেজ কিছুই থাকবে না।জেনে নিনকিভাবে সিষ্টেম হার্ড রিসেট করবেন,1. প্রথমে নিশ্চিত হয়ে নিন যে আপনারডিভাইসে পর্যাপ্ত চার্জ মজুত আছে,যাতে প্রসেসটি চলাকালীন সেট বন্ধহয়ে না যায়।2. ডিভাইস বন্ধ করুণ এবং চালু করার সময়Volumeup power button অথবা Down power buttonএকসাথে প্রেস করে সেট অন করুণ।এটা আপনাকে রিকোভারী মুডে নিয়েযাবেরিকোভারীমুডে যাওয়ার জন্যে এটা ছাড়াওবিভিন্ন কোম্পানীরসেটে আরো কিছু কম্বিনেশন কাজকরতে পারে সেগুলো হলো:১. Volume Down Volume Up Power button.২. Volume Down Power button.৩. Volume Up Power button.৪. Volume Up Home Power button.৫. Volume Up Camera button.৬. Home Camera button.৭. Home Power buttonআমি নিশ্চিত উপরের ৭টির যেকোনএকটি কম্বিনেশনকাজ করবেই:কম্বিনেশন দিয়ে ডিভাইস অন করার পররিকোভারী মুড এ যাবেন “Wipe Data /FactoryReset” সিলেক্ট করুণ, এক্ষেত্রে ভলিউম আপডাউনকি দিয়ে সিলেকশনের কাজ করতে হবে।এর পরনো এবং ‘ইয়েস’ এর মধ্য থেকে ‘ইয়েস’সিলেক্ট করুণ।সিলেক্ট করারজন্যে ব্র্যান্ডভেদে পাওয়ার বাটন/হোম বাটন কাজ করতে পারে।সবশেষে সেট রিবুট করুণ, এবং কিছুক্ষনঅপেক্ষা করুণ।

আমার ফেসবুক আইডি