Site icon Trickbd.com

কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের নটিফিকেশনের LED Light এর Colour change করবেন

Unnamed

আপনার ফোনের LED লাইট এর রঙ পরিবর্তন করতে সর্বপ্রথম আপনাকে Light Manager -LED Setting নামে Play Store এ একটি বিনামূল্যের অ্যাপ ডাউনলোড করতে হবে।
app name: Light manager-LED Setting
Size: 5 mb
Download link:click here
(বিঃদ্রঃ যাদের ফোনে প্রচুর পরিমানে adverties তারা pro version ডাউনলোড করে নিন গুগলেে সার্চ দিলে পেয়ে যাবেন)
Light manager – LED setting

ডাউনলোড করা হলে, আপনাকে আপনার অ্যাক্সেসের অনুমতি দিতে হবে। App এ ঢুকলেই দেকতে পাবেন Enable লেখা আছে Enable করে দিন

এখন অ্যাপ্লিকেশনটির সমস্ত সেটিংস উপভোগ করতে প্রস্তুত হোন লাইট ম্যানেজারের সাথে।নটিফিকেশন পরিচালনা করার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে: মিস কল, এসএমএস , ইমেইল, ক্যালেন্ডার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ব্যাটারি নটিফিকেশন ইত্যাদি।

লাইট ম্যানেজার আপনার LED light এর রং সহজ পরিবর্তন করে তোলে।

আপনি নিচে স্ক্রিনশট থেকে দেখতে পারেন, সব সেটিংস আলাদা আলাদা বিভাগ করা হয়, এবং সেখানে থেকে আপনি সহজেই রঙ এবং ঝলকানি প্যাটার্ন পরিবর্তন করতে পারেন। লাইট ম্যানেজার সম্পর্কে সেরা জিনিস হল যে আপনি আপনার ফোনটি ব্যবহার করতে চান তা অনুসারে আপনার কাছে অনেকগুলি বিকল্প রয়েছে।

এখন আপনি আপনার লাইট সেট আপ করতে প্রস্তুত যে আপনি আপনার ফোন স্পর্শ না করেও আপনার ফোনে কোন ধরণের নটিফিকেশন আসছে তা সনাক্ত করতে পারবেন


আপনি কি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন? আপনার পছন্দসই LED রঙ কনফিগারেশন স্কিম করবেন?
তাহলে নিচের স্কিনশট লক্ষ করে সেটিংস করুন







এবার আপনার নটিফিকেশন লাইট চেক করুন
আরো অনেক সেটিংস আছে লিখতে লাগলে পোষ্ট অনেক বড়ো হয়ে যাবে

তো আজকের মতো এখানেই সমাপ্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ