Site icon Trickbd.com

মোবাইল দিয়ে ওয়াইফাই রেন্জ এর বাড়ান With screenshot

Unnamed

আসসালামু-আলাইকুম। কেমন আছেন সবাই?
আশা করি ভাল। আর ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভাল থাকে।তাহলে কথোপোকথন শুরু করা যাক।

আজকের কি নিয়ে পোস্ট করবো সেটা তো দেখছেন যে একটি মোবাইল কে কিভাবে Wifi Repeater বা Wifi extender বা ওয়াইফাই এর রেন্জ বাড়াবেন।তবে এটা ওতটা রেন্জ রাড়ে না যতটা আসল Extender এর বাড়ে।এটায় শুধু আপনার মোবাইল হটস্পট এর যে টুক রেন্জ পায় সেটুক বাড়বে।

সুবিধা:
১)প্রথম সুবিধা তো রেন্জ বাড়ায়ই
২)স্পিড তেমন কমায় না, ১২৮ কেবি হলে, ১২০ কেবি ই পাবেন।
৩)ফ্রি ব্যবহার করতে পারবেন Without ৳৳৳৳

অসুবিধা:
১)এটা এডস ফ্রি না, মানে এডস আসবে।
২)যেখানে ওয়াই এর শেষ প্রান্ত, সেখানে ফোন রেখে আসতে হবে।
৩)একদিনে একটা নির্দিষ্ট লিমিট আছে,তার পর ডিসকানেক্ট হয়ে যায়,তবে পাসওয়ার্ড ফরগেট দিয়ে আবার চলবে,পরে খুজে পাইলে আনলিমিটেড এর এপ দিব।তবে প্রিমিয়াম কিনলে Unlimited + ads free

কার্যপ্রনালী:
১)যে ফোনকে রিপিটার বানাতে চান সসে ফোনে প্রথমে এই লিংক থেকে এপটি নামিয়ে নিন অথবা প্লে স্টোর এ গিয়ে Netshare লিখে সার্চ দিন Download Net Share From Google Play
Size -2 mb

2)App এ ডুকে Start Shareing এ ক্লিক করবেন।এডস আসলে কেটে দিবেন এবং Wifi কানেক্ট থাকতে হবে।

Note :আমার বাসায় Wifi নাই,তাই একটি ফোন দিয়ে হটস্পট অন করে দেখাচ্ছি, তবে আমি আগে চালাইছি।

৩)উপরে দেখুন SSID, Password, Ip, port দেয়া আছে।password,ip,port এই গুলো নির্ভুল ভাবে কপি করে নিন।

৪)যে ফোনে Wifi চালাতে চান, যে ফোনে যান App এর SSID এর মত Direct দিয়ে একটা SSID এর নামে ওয়াইফাই আছে।

৫)এপ এর পাসওয়ার্ড দিন।তাহলে কানেক্ট হবে।
পাসওয়ার্ড এর ক্ষেত্রে ছোট/বড় হাতের I,L,o,p,k,y,z,Zero সহ অনেক ওয়ার্ড বুজা যায় না। সেজন্য অনেক সময় কানেক্ট হবে না।আমি নিজে ৮ বার চেষ্টা করে কানেক্ট করছি।আপনি যদি চেষ্টা না করে বলেন কানেক্ট হয় না তাহলে করার কিছু নাই।

৬)যাই হোক, কানেক্ট হওয়ার পর পর কিন্তু নেট চলবে না। IP + port বসাতে হবে।ওয়াফাই এর অপশন এ যাবেন, নিচে গিয়ে দেখবেন Proxy লেখা আছে।এটাকে None থেকে Manual করে দিন।

৭)Hostname এ আপনার আইপি বসান।
port :এর আপনার পোর্ট দিন।

দিয়ে Ok বা Modifi setting এ ক্লিক করেন।

ফোন ভেদে অপশন ভিন্ন হতে পারে, কিন্তু জিনিস একই।

৮)কাজ শেষ এখন দেখুন নেট চলছে।

Wifi নাই বলে দেখাতে পারলাম, সে জন্য দুঃখিত।

এর পরও না বুজলে একটা কমেন্ট করুন অথবা কাছের একজন বাংলা শিক্ষক এর কাছে যান।THANKS FOR READING

সমস্যা হলে যোগাযোগ করতে পারেন:
Facebook :SHAWON SHEIK