Site icon Trickbd.com

Hotspot সহ যেকোন Running System App এর Notification Hide করুন কোন App ছাড়াই..

Unnamed

আসসালামুআলাইকুম, আপনাকে ট্রিকবিডিতে স্বাগতম
 

পোস্টের বিষয়ঃ


 ? মাঝে মাঝে সিস্টেম এপ এর কিছু নোটিফিকেশন আসে যেগুলো ক্লিয়ার করা যায় না আবার বন্ধও করা যায়না.. আমার মতো অনেকের কাছেই হয়তো এইটা বিরক্তিকর.. যেমনঃ ফোন মেমোরিতে স্পেস না থাকলে সারক্ষণ Storage Space Running Out এই লেখা উঠে থাকে.. আবার Hotsopot On করলে সারাক্ষণ Notification উঠে থাকে.. কারো কাছে থেকে লুকিয়ে হটস্পট দিয়ে নেট চালালে ??এইটা দেখলে সে বুঝে যায়..?? এরকম আরো অনেক নোটিফিকেশন আছে.. এই নোটিফিকেশন গুলো বন্ধ করা যায়না.. তো আজ আমি দেখাবো কিভাবে Running System App এর Notification Hide করবেন কোন এপ ছাড়াই..

চলুন শুরু করা যাকঃ


দেখুন আমার Hotsopot On আছে আর তার Notification দেখাচ্ছে..

এখন চলুন দেখাই কিভাবে আমি এই নোটিফিকেশন হাইড করবো.. প্রথমে Settings এ যেতে হবে.. তারপর Apllication Manager/Apps এ যেতে হবে.. (Settings এর ভেতরে সবার হয়তো একটু ভিন্ন ভিন্ন.. তবুও আশা করি বুঝতে পারবেন..)

এবার Show System Apps এ ক্লিক করবেন.. তাহলে System Apps গুলো দেখতে পাবেন..

“Android System” নামের Apps টি খুঁজে বের করে ক্লিক করবেন..

এবার Force Stop এ ক্লিক করবেন..

আবার Force Stop এ ক্লিক করবেন..

এবার দেখুন Hotsopot On আছে কিন্তু কোনো Notification নেই..

এখন এ পর্যন্তই..কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ..
কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন..সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

যেকোন সমস্যায় ফেসবুকে আমিঃ