Site icon Trickbd.com

শাওমিতে কাষ্টম ফন্ট সেট করুন (No Root)

Unnamed

আসসালামু আলাইকুম,
দীর্ঘদিন পর ট্রিকবিডিতে পোষ্ট করছি ☺ এবং এখন থেকে নিয়মিত পোষ্ট করার চেষ্টা করবো।
এখন শুরু করা যাক,
শাওমি ফোন গুলোতে খুবই সীমিত সংখ্যক কাস্টম ফন্ট সেট করা যায়!?
তবে চিন্তার কোনো কারন নেই এখন আমি দেখাবো কিভাবে যেকোনো ফন্ট সেট করবেন?
১. আপনার কাংখিত ফন্টটি ডাউনলোড করে নিন। (গুগলে সার্চ করলে অনেক স্টাইলিশ ফন্ট পাবেন)
২. প্লে-স্টোর থেকে MIUI Custom Font Installer  এই এপটি ইনস্টল করে নিন।

৩। ইনস্টল করার পর ওপেন করে ‘Browse Font’ য়ে ক্লিক করুন।

তারপর নিচের স্ক্রিনশট গুলোর মতো করে কাজ করুন।






সবশেষে ফোন ‘Reboot’ দিন, এখন অন হলে দেখবেন আপনার সিস্টেম ফন্ট চেন্জ হয়ে গেছে ?
আজ এ পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন☺
Stay With #TrickBD