Site icon Trickbd.com

Notification Bar এর Side Change করুন [[No Need Root]] [[ Must See]]

Unnamed

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন…?
আজকে আপনাদের সাথে দারুণ একটা ট্রিক্স শেয়ার করবো।।
এখন আপনি আপনার ফোনের Notification বার ঠিক বিপরীত করতে পারবেন। অর্থাৎ স্বভাবতই আমাদের Notification বার ডান পাশে থাকে। কিন্তূ এখন আমি আপনাদের মাঝে একটা ট্রিক্স শেয়ার করবো যার মাধ্যমে আপনি আপনার Notification বার ডান থেকে বামে নিতে পারবেন।। আর একদম New style হবে আপনার ফোনের Look,,কোনো রকম Root ছাড়াই!!
তো চলুন শুরু করা যাক।।
Requirement:
* Android 5.0 or 5.0+ [ Tested]
* আর তেমন কিছু না।।Just আপনার ফোনের Developer option On রাখুন।।
( যদি না থাকে তাহলে setting এ গিয়ে about phone এ যান সেখানে Build number লেখায় একসাথে 3-5 click করুন দেখবেন developer option চলে আসেছে)

**কিভাবে Notification bar Side change করবেন??
প্রথমে Setting এ যান,

তারপর developer option এ যান

” Force RTL layout direction” off আছে On করে দিন।।
নিচের Screenshot dekhun :

on করার পর দেখুন মজা।।

ফোনের বার ডান থেকে বামে গেছে।।
So Enjoy করুন আপনার ফোনের new look.

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।।

কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে তাকাবেন।।
ধন্যবাদ