অনেকরই বাসায় Pc/Laptop আছে।আবার অনেকের নেই। হয়ত বা টাকার জন্য বা অন্য কোন কারণে কেনা হয়ে উঠেনি। তাই অনেকেরই ই শখ, ইস আমার ফোনে যদি Windows Use করার যেত!!
আপনাদের সপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই মাইক্রোসফট নিয়ে এসেছে MicroSoft Remot Desktop। যার সাহায্যে আপনি হাতের স্মার্ট ফোনেই নিতে পারবেন ফুল ডেস্কটপ এক্সপেরিয়েন্স, তাও আবার একদম স্মুথলী!!
বলা বাহুল্য যে, যেহেতু এটা রিমোট ডেস্কটপ তাই আপনারা ৫১২ এম্বির র্যামএ ও একদম স্মুথ ইন্টারফেস পাবেন।
তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কিছু স্ক্রিনশটঃ
এবার আসি ফিচার এর কথায়…
কী আর বলব ভাই, যেহেতু এটা কোন Launcher না এতে ফুল ডেস্কটপ এর সব ফিচার পাবেন…কিছু কিছু ছাড়া
এবার দেখে নিন কীভাবে ব্যবহার করবেনঃ
প্রথমে নিচের লিংক থেকে Microsoft Remote Desktop(10mb) install করে নিন।
Microsoft Remote Desktop
Install হয়ে গেলে ওপেন করে Agreement Accept করে নিন
তারপর অ্যাপ থেকে বের হয়ে এসে নিচের লিংক এ ক্লিক করুন
ApponFly
সেখান থেকে Free Trail এ ক্লিক করুন
তারপর আপনার ই-মেইল এড্রেস দিন..
এবার কিছুক্ষন সময় নিবে..একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন…
নিচের মত একটা ইন্টারফেস দেখতে পাবেন..
সেখান থেকে সেট আপ ফাইল ডাউনলোড করে নিন…
ঘাবরাবেন না ফাইল এর সাইজ মাত্র কয়েক কেবি(কিলোবাইট)!!!
তারপর সাইট থেকে পাসওয়ার্ড টি কপি করে নিন
এবার ডাউনলোড করা ফাইল টি ওপেন করুন
যেই পাসওয়ার্ডটা কপি করে ছিলেন সেটা দিয়ে কানেক্ট এ ক্লিক করুন
কানেক্ট হয়ে গেলে আরামে উপভোগ করুন।
বুঝতে সমস্যা হলে নিচের ভিডিও টি দেখুনঃ
https://m.youtube.com/watch?v=5Djwlm_uxtw
Who is Abrarul Hoque?