Site icon Trickbd.com

এন্ড্রইড মোবাইল দিয়ে অদৃশ্য হয়ে যাওয়ার ম্যাজিক ভিডিও বানান,আর অবাক করেদিন সবাইকে।

হ্যালো,

আসসালামু আলাইকুম

বন্ধুরা,সবাই কেমন আছেন??

আশা করি ভাল আছেন,আর আজকে আমি আপনাদের এমন কিছু শিখাতে চলেছি যেটা দেখে আরো ভাল হয়ে যাবেন।

তো বন্ধুরা টাইটেল দেখেইতো বুঝে গেলেন আজকে আপনাদের কী আসাধারন জিনিস শিখাতে চলেছি,তাও আমি আবারো বলছি আজ আমি আপনাদের দেখাব কীভাবে আপনি আপনার এন্ড্রইড ফোন দিয়ে অদৃশ্য হয়েযাওয়ার আসাধারন  ম্যাজিক  ভিডিও তৈরী করবেন,হয়ত ভাবছেন কেমন ভাবে অদৃশ্য হবেন ,যদি ভাবেন তাহইলে পোস্টের নিচের ভিডিও এর শুরুর অংশটি দেখেনিন,ভিডিওটির শুরুতেই আমি ম্যাজিক ভিডিওটা সেট করে দিয়েছি,আর যারা ভিডিও দেখতে পারছেন না তাদের বলছি কেমন হবে অদৃশ্য হওার দৃশ্যটা,প্রথমে একটা গামছা মাটিতে থাকবে আপনি গামছাটা দুহাত দিয়্ব টেনে উপরেরদিখে তুলবেন,ওমা!! যেই গামছাটা উপরের দিকে উটছে গামছার নিছের দিখে আপনাকে আর দেখা যাচ্ছে না,আপনি অদৃশ্য। ম্যাজিক নয় ইডিট বাই এন্ড্রইড।

হালকা একটা নমুনা দেখে আন্দাজ করেনিন কেম্ন হবে 

আশাকরি এতক্ষনে দেখে ফেলেছেন অদৃশ্য হওয়ার দৃশ্য।দেখা হয়ে গেলে যদি ভিডিওটি তৈরী করার আগ্রহ জেগে থাকে তাহইলে পোস্টটি পড়ুন।

তো আর কোন কথা না বলে আসুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই।

প্রথমে জেনেনিন কী কী লাগবে ভিডিওটি তৈরী করতে,

  1. একটি এন্ড্রইড ফোন
  2. কাইন মাস্টার প্রাইম{ডাওনলোড করুন}{৫১২ এম্বি র‍্যামেও ভিডিও লেয়ার সাপোর্ট করে(সম্ভবত ট্রিকবিডিতে কোন ভাইয়ের পোস্ট থেকেই ডাওনলোড করছিলাম)}
  3. যে ভিডিওটা ইডিট করে অদৃশ্য হবেন সেটা।(ভাবতেছেন সে ভিডিও টা কিভাবে করবেন,সেটা কীভাবে করবেন সেটাও নিছের ভিডিও এর মধ্যে আছে সামর্থবানরা ভিডিও থেকে দেখেনিন,আর ফ্রিব্যাসিক ইউজাররা এদিখে আসুন, মনে আছে কিভাবে অদৃশ্য হবেন বলেছিলাম সেই সিস্টেমে একটা ভিডিও রেকর্ড করেনিন ,যেমন প্রথমে একটা গামছা রাখুন তারপরে সেটা দুহাত দিয়ে টেনে উপরে তুলুন এবং দুহাত উপরের দিখে সর্বোচ্ছ তোলার পরে গামছাটা যেকোন একদিখে ছুড়ে মারুন এবং মাঠিতে পরার আগে পর্যন্ত হাতগুলা স্থির রাখুন এবং ২ সেকেন্ড অপেক্ষা করুন,সবচেয়ে বড়কথা হলো ভিডিওটা রেকর্ড করার সময় ক্যমেরা একদম স্থির রাখবেন যেন এক বিন্দুও না নরে,স্টেন্ডে রাখার সাজেস্ট করছি)।
  4. এবার যা লাগবে সেটা হচ্ছে একটা পিকচার,যেকোন পিকচার না,আপনি যে স্টেন্ডে ক্যামেরা রেখে যে যায়গায় ভিডিও করেছেনে ঠিক সেই যায়গা,মানে সেই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড।

তো উপরে উল্যেকিত ৪টি জিনিশ রেডি করে ফেলার পরে আপনি ভিডিও তৈরীর জন্য সম্পুর্ন প্রস্তুত,আর এখনি আমরা কাজ শুরু করব,

প্রথমে কাইন মাস্টারটি ওপেন করে ফেলুন,এবং নিছের স্ক্রিনশটে দেখানো যায়গায় ক্লিক করুন,

তারপর empty project এ ক্লিক করুন,

তারপরে আপনার সামনে একটা প্রজেক্ট ওপেন হবে,সেখানে media browser তে ক্লিক করুন

 

এবং আপনার রেকর্ড করা ভিডিওটি সিলেক্ট করে ঠিক চিহ্নতে ক্লিক করে ওপেন করুন,এবং ভিডিও এর বাড়তি অংশ কেটে ফেলেদিন,এবং ভিডিও এর নিছে যে লেয়ার টা আছে অইটা ২ আংগুল দিয়ে দুইদিকে টানুন এবং সর্বোচ্ছ লম্বা করুন

এবার  গামছাটা একবারে আপনার পায়ের বরাবর আনুন এবং লেয়ারে ক্লিক করে মিডিয়াতে  ক্লিক করুন

এবং ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন

এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করুন,এবং স্ক্রিনশটে দেখানো যায়গায় ক্লিক করুন

এবার গ্রিন কালার সিলেক্ট করুন এবং ঠিক চিহ্নতে ক্লিক করুন,

এবার গ্রিন লেয়ার টা গামছার নিছে আনুন স্ক্রীনশটের মত এবং দেখুন বামদিখে একটা চাবি চিহ্ন অইটতে ক্লিক করুন,

এবার ভিডিওটা সামান্য সামনে টানুন এবং গামছাটা সামান্য উপরে তুলু্ন এরপরে গ্রিন লেয়ার টা টেনে আবার গামছা পর্যন্ত তুলুন,

এভাবে ধীরে ধীরে সামান্য সামান্য করে সেইযায়গা পর্যন্ত তুলুন আপনার গামছাটা সর্বোচ্ছ যতটা উপরে উঠেছে,স্ক্রীনশট এর মত

এবং গামছাটা ডানে বা বামে ফেলে দেওার সময় আগের মত একট কালার লেয়ার নিন এবং হাত টা আবার আগের মত ঢেকে ফেলুন।এবং চাবি আইকনে ক্লিক করুন এবং ভিডিও সামনে নিন এবং হাতটা আবার ঢাকুন এভাবে শেষ মুহুর্থ পর্যন্ত হাতটা ঢাকুন,

 

এবং ঠিক চিহ্নতে ক্লিক করুন,

এবার আবার একটু পিছনে আসুন যেখানে গ্রিন কালারের নিছে আপনার পা বেরহয়ে যাচ্ছে

এবং সেখানে আগের মত লেয়ারে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন এবং আগের মত কালার গ্রীন করুন এবং রুটেট করুন এবং বড় করুন,এবং সেটাকে স্ক্রিনশট এর দেখানো যায়গায় সেট করুন

এবং চাবি আইকনে ক্লিক করুন।

এবং আগে যেভাবে আস্থে আস্থে গামছার নিছে নিছে গ্রীন লেয়ার টেনে নিসিলেন সেইভাবে নিন,এবং একেবারে উপর পর্যন্ত নিন।

এবার ঠিক চিহ্নতে ক্লিক করুন এবং সবগুলা লেয়ারকে টেনে ভিডিও এর সমান করুন,এবার স্ক্রিনশটে দেখানো যায়গায় ক্লিক করুন এবং ভিডিও save করুন।

ভিডিও save হওয়ার পরে আবার আগের মত একটা প্রজেক্ট ওপেন করুন মিডিয়া ব্রাওজারে ক্লিক করে ব্যাকগ্রাওন্ডে ক্লিক করে কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন এবং সেটাকে টেনে আগের save ভিডিও এর সমান করুন।

এরপরে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করুন এবং শুরুতে যে পিকচারের কথা বলেছিলাম সেটা সিলেক্ট করুন।

এবার স্ক্রিনশট দেখে ক্লিক করে ইমেইজটি ফুল স্ক্রীন করুন,

এরপরে পিকচারটিও টেনে কালো ব্যাকগ্রাউন্ড এর সমান করুন।

এবং আবার লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে আগের save করা ভিডিও সিলেক্ট করুন এবং আগের পিকচারের মত ফুল স্ক্রিন করে নিন,

এবার নিচের লেয়ার থেকে ভিডিওতে ক্লিক করুন

এবার স্ক্রিনশট এর মত chorma key তে ক্লিক করুন,

এবং Enable করে দিন

এবার key color এ ক্লিক করুন

এবং green color সিলেক্ট করুন,

এবার আগের মত ভিডিও টি এক্সপোর্ট করে নিন।আর সবাইকে দেখিয়ে চমকে দিন।

আশা করি বুজতে পারছেন,যদি বুঝে থাকেন তাহইলে পোস্টে অন্তত একটা লাইক দিয়েন ,আর একটা ভাল কমেন্ট কইরেন।

আর না বুঝলেও সমস্যা কমেন্ট করুন এবং ভিডিওটা দেখুন,

অনেক কস্টে আপনাদের জন্য পোস্টটা   লিখলাম আমার পিঠ ব্যাথা করতেছে,আশা করি উপকারে আসলে এই ছোট ভাইয়ের সামান্য একটা উপকার করবেন চ্যানেল টা সাবস্ক্রাইব করে,আর পোস্ট টা রাত জেগে লিখেছি তাই অনেক ভুল হয়েছে ভুল্গুলা ধরিয়ে দেওার চেস্টা করবেন পোস্ট ইডিট করব,ইনশাআল্লাহ।

আমার চ্যানেল লিঙ্কঃ Tips & Trick

 আমার ফেইসবুক লিঙ্কঃ Mir Aminul Haque Akram

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, কথা হবে পরের পোস্টে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ

Exit mobile version