Site icon Trickbd.com

[No Root] কিভাবে Java প্রোগ্রাম ( গেম & অ্যাপ) আপনার অ্যান্ড্রয়েডে রান করবেন রুট ছাড়া।

Unnamed


আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন??
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে Java app & game অ্যান্ড্রুয়েডে চালাবেন রুট ছাড়া। তো কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
প্রথমেই সফটওয়্যার ২টা ডাউনলোড করে নিন,,,
1. Foundation profile-MIDP

2. Oi file Manager
ডাউনলোড শেষে সফটওয়্যার দুইটি ইনস্টল করে নিন। (এখনিই ওপেন করার দরকার নেই)

এবার একটা জাভা গেম/অ্যাপ ডাউনলোড করুন।
এবার জাভা গেম/এপে গিয়ে .jar কেটে .zip লিখে সেভ করুন।

এবং ফাইলটাতে ঢুকে META-INF ফোল্টারটি Extract করে Current path এ রাখুন। এবার আবার .zip কেটে .jar সেভ করুন


সস এর মতো

এরপর বেড়িয়ে এসে META-INF এ ঢুকুন এবং ভিতরের ফাইলটি কপি করে মেইন ফোল্টারে পেস্ট করুন। এবার META-INF রিনেম করে (গেমের নাম).jad লিখে সেভ করুন।
তারপর Es file explorer দিয়ে xxxxxxx.jad ফাইলটি text আকারে ওপেন করুন,,
এবং শেষে একটা মিডুটেল যোগ করুন,, নিচে মিডুটেল কমান্ডটা এইরুপ,,
MIDlet-Jar-Url: Pac man.jar

আমি এখানে Pac man গেমটা দিয়ে কাজ করেছি তাই Pac man গেমটার নাম দিয়েছি আপনার আপনাদের নিজের নিজের গেমের নাম দিবেন।
তার ব্যাক দিপে সেভ দিবেন। এখন কাজ শেষ।

এবার Foundation profILE-MIDP oper করে স্কিন শুট ফলো করুন,,


সিলেক্ট করে বামদিকের কোণায় open টিপুন।

এবার Run টিপুন আর দেখুন জাভা প্রোগ্রাম অ্যান্ড্রয়েডে রান হচ্ছে।

নিচে কিছু প্রুফ দেওয়া হলো:



ধন্যবাদ