Site icon Trickbd.com

মেমরি কার্ডে কিছুই নেই, অথচ ফুল হয়ে আছে। কোন প্রকার এপ্স ছাড়াই নিন সমাধান

Unnamed

হ্যালো ট্রিকবিডি ভিউয়ার।
আশা করি সকলেই ভাল আছেন।
আমরা আমাদের নিত্য প্রয়োজনে মেমরি ব্যবহার করে থাকি।তবে অনেক সময় লক্ষ করে থাকি যে,আমাদের মেমরিতে কিছু না থাকার সত্যেও পূরণ হয়ে থাকে।
তো, আজকে আমি আপনাদের দেখাবো, কিভাবে আপনার মেমরি কার্ড কোন প্রকার এপ্স ছড়াই ফাঁকা করবেন।
তাহলে শুরু করা যাক।

১.প্রথমে আপনি আপনার ফাইল ম্যানেজার এ যান।
২.সেটিং থেকে Show hidden file করে নিন।


৩.তারপর আপনার মেমরির ভিতরে প্রবেশ

করুন।দেখতে পাবেন যে কিছু, সামনে ডট লেখা ফাইল আছে।
ওইগুলা ডিলিট করে দিন।

৪.আপনার যে এন্ডোয়েট ফোল্ডারে ভিতর ডাটা ফোল্ডারটা আছে সেটা ডিলিট করে দিন।

৫.এভাবে আপনি এক এক করে সব ফোল্ডারে প্রবেশ করুন। কম বেশি সব ফোল্ডারের প্রথমে একটা করে ডট তার পর ফোল্ডার নেম, এরকম কিছু ফোল্ডার থাকবে এক এক করে সব গুলা ডিলিট করেন।

৬.তাছাড়া মেমেরিতে যেসব আজে বাজে ফোল্ডার আছে, সেগুলো ডিলিট করেন।

৭.এবার ব্যাক এ আসেন, এবং দেখেন।

বিঃ দ্রঃএই ফাইল গুলো ডিলিট করলে ডিলেট ফাইল ব্যাক আপ করে আনতে পারবেন না। কারণ,ব্যাকআপ করার সকল ফাইল আপনার ডিলিট করা হাইড ফাইলেই থাকে।
আজকে এই পর্যন্ত। সবাই ভাল থাকবেন।

Exit mobile version