Assalamu Alaikum
আশা করি ভালো আছেন সবাই ।বরাবরের মত আজকেও একটা ট্রিক শেয়ার করতে আসলাম যা অনেকেই হয়তো জানেন কিন্তু সবাই জানে না ।
আমার ফোন:
name:
Symphony Xplorer P6version:
lolipop~6.0
Root status:
Rootedআমার এই ফোনটি রুট করা সত্ত্বেও স্ক্রিন রেকর্ড করলে শুধু ভয়েজ শোনা যায় কিন্তু স্ক্রিন শুধু সবুজ হয়ে থাকে । আমার এই সমস্যার মতো অনেকেই হয়তো এই সমস্যায় ভুগতেছেন তাই আজ এই সমস্যার এ টু জেট সমাধান নিয়ে আসলাম ।
এখন থেকে আর স্ক্রিন সবুজ বা কালো হবে না মনের ইচ্ছামতো ক্লিয়ার ভাবে অন্যদের মতো স্ক্রিনরেকর্ড করতে পারবেন ।
এর জন্য আপনি যেকোনো স্ক্রিনরেকর্ডার এ্যাপ ব্যবহার করতে পারবেন ।এছাড়া আর কোনো এ্যাপ লাগবে না ।
স্ক্রিনরেকর্ড করতে হলে নিচের স্ক্রিনশট গুলো অনুসরন করুন
অনেকের ফোন আছে যাদের ফোনে Developer option নেই ।তারা আগে নিচের নিয়ম অনুসরন করে Developer option অপশন নিয়ে আসুন |
প্রথমে Settings এ যান তারপর About phone এ ক্লিক করুন তারপর নিচে Build number নামে অপশন দেখতে পারবেন এখানে 5 থেকে 6 বার অথবা ইচ্ছামত ক্লিক করুন ।এখন দেখুন আপনার Developer Option চলে এসেছে ।
Now Follow Screenshot
সেটিংসে যান
Developer Option এ ক্লিক করুন
মার্ক করা স্থানে ক্লিক করুন
চিত্রে দেখানো স্থানে ক্লিক করুন
এরকম একটি black box আসবে
এখন সেটিংস থেকে বেরিয়ে আসুন । আপনার ইচ্ছামত একটি স্ক্রিনরেকর্ডার এ্যাপে প্রবেশ করুন ।
রেকর্ডিং start করুন।
এখন এই কালো বাক্সটা দূর করার জন্য পূর্বের সেটিংস এ গিয়ে none করে দিন ।
আমার রেকর্ড করা ভিডিও । দেখুন চলতেছে ।
বি:দ্র: হয়তো আগে এই বিষয় নিয়ে পোষ্ট করা হয়েছিল কিন্তু আমার জানা নেই । যদি পোষ্ট করা থাকে হয়তো এভাবে বিস্তারিত আলোচনা করা হয়নি । তবুও বলছি আগে এই বিষয় নিয়ে পোষ্ট করা থাকলে আমি ক্ষমাপ্রার্থী
THANKS FOR READ THE POST