Site icon Trickbd.com

আপনার adnroid ফোন কি slow কাজ করছে তাহলে নিয়ে নিন সমাধান

Unnamed

আশাকরি সবাই ভালই আছেন তাই আর বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আশি। আমরা সকলেই প্রাই android ফোন ব্যবহার করি তো ব্যবহার করতে করতে আনেক সময় আমাদের android ফোন গুলি আনেক slow বা ধীরে কাজ করে তো এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে কিন্তু কেন slow কাজ করে।আসলে android phone গুলো ভাল service দেই ফোনের RAM. ROM. processor এর উপর ভিত্তি করে। এগুলো যত বেশি থাকে ততই fast কাজ করে। আর একটি android ফোন তখনি slow হয় যখন এর ram এবং বুকিং হতে থাকে ।আর এ ram তখনি বেশি booking হয় যখন প্রয়োজনের বেশি কোন app বা game ফোনে running থাকে বা এর history বা task বা কাজ চলতে থাকে তো আজকে আমরা এই আপ্রয়োজনীয় running app এর task বন্ধ করে আমাদের ফোনকে fast করব এই প্রক্রিয়ায় ফোনকে fast করতে হলে আমাদের একটি android soft ব্যবহার করতে হবে যেটি কোন apps বা soft এর junk পরিষ্কার করতে পারবে। তো আমরা এই junk পরিষ্কার করতে যে soft টি ব্যবহার করব তার নাম Task Manager.apksize 2.9MRequires Android : 3.0 and up

Download linkউপরের soft টি download করেন তার পর install করেন এবং open করেন এবার নিচের চিত্রের মত সেখানে boost option দেখতে পাবেন ঐ খানে click করলে all system boost হবে custom বা manually কোন app এর task end করতে সেই app এ click করে history clear করেন।তো সবশেষে বলব যে এই প্রক্রিয়ায় আপনার ফোন 50% বেশি faster হবেই
তো ভাল থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ছোট tune এ যদি কোন ভুল হয় তাহলে মাফ করবেন আর বুঝতে সমস্যা হলে বা tune টি আপনার ভাল লাগলে comment করবেন আশা করি।