Site icon Trickbd.com

বিটকয়েন নিয়ে যত কথা(বিটকয়েন মাইনিং ও বিটকয়েন earn)(পর্ব-1)

Unnamed

বিটকয়েন নিয়ে যত কথা
আজকে বিটকয়েন নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের এই সম্পর্কে ধারণা clear করবো
বর্তমানে একটা ট্রেন্ডিং মেটার হলো বিটকয়েন,সবাই এই বিষয়টি নিয়ে স্বল্প জ্ঞান নিয়েই এর পিছনে দৌড়াচ্ছে
যার ফলে অনেকে হচ্ছে প্রতারিত,অনেকেই আবার অযথা এর পিছনে সময় ব্যয় করছেন
‌আসল কথা হলো বিটকয়েন কি এইটা আমরা সবাই কমবেশি কি
জানি বা বুঝি যে এইটি একটি ভার্চুয়াল কারেন্সি যা বাস্তবিক জগতের নোট এর মত না।এখন কথা হলো এইটা কি বৈধ নাকি অবৈধ ?
উত্তর-বাংলাদেশ ব্যাংক নোটিশ দিয়ে এইটিকে অবৈধ ঘোষণা করেছে
এমনকি অলরেডি অনেকে বিটকয়েন ট্রানজেকশন কারনে গ্রেফতার ও হয়েছে

2.আচ্ছা ভাই সমস্যা কি বিটকয়েন এ যে এটাকে অবৈধ ঘোষণা করা হলো?
উত্তর-এর মাধ্যমে খুব সহজেই ট্যাক্স ফাঁকি এমনকি নানা অবৈধ লেনদেন করা খুব সহজ কারন বিটকয়েন কে ট্র্যাক করা ইম্পসিবল বলতে গেলে, যার ফলে কে বা কারা কখন পেমেন্ট করলো তা ধরা মুশকিল
3.ভাই এখন তো জায়গায় জায়গায় বিটকয়েন earn এর কথা বলা হয় এইগুলা কি fraud?
উত্তর-এদের বেশিরভাগ এ fraud ,দেখা যায় এরা কিছু সংখ্যক মানুষকে পেমেন্ট দেয়,এরপর ওই পেমেন্ট প্রুফ দেখিয়ে বিভিন্ন মানুষ কে তাদের সাইটে আকৃষ্ট করে।এই সুযোগে বিভিন্ন কাজ করিয়ে বা নানা ভাবে ইনভেস্ট এর কথা বলে হঠাৎ একদিন পালিয়ে যায়।
অলরেডি দেখবেন এই রকম স্ক্যাম এর ছড়াছড়ি,একই নাম দিয়ে বার বার ডোমেইন চেঞ্জ করে বিভিন্ন ওয়েবসাইট মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের ঠকায়
4-তাইলে ভাই বিটকয়েন নিয়ে অনেক earn করে ঠিকই অনেক পেমেন্ট প্রুফ দেয় আবার অনেক ভালোও ইনকাম করে এর থেকে,সেটা কিভাবে তাইলে?
উত্তর-কিছু কিছু ট্রাস্টেড ওয়েবসাইট আছে যারা এখনো পেমেন্ট করছে এবং ঐ পেমেন্টের প্রুফ আপনি বিভিন্ন
জায়গায় পাবেন,কিন্তু কথা হলো এরা কিছুদিন পেমেন্ট দিবে এরপর ইনভেস্ট করতে বলবে যখন ই ইনভেস্ট করবেন দেখবেন আস্তে করে এদের খবর নাই।
ওয়েবসাইট থাকলেও দেখবেন এরা পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে।এইবাবেই মানুষ কে ঠকানো হয় বিটকয়েন মাইনিং এর নাম করে
5,তাইলে ভাই বিকয়েন earn করা কি পসিবল না?
উত্তর-অবশ্যই পসিবল,কিন্তু যেহেতু দেশে এইটি অবৈধ আপনি নিশ্চয় ঝামেলায় জড়াতে চাবেন না,আর আপনাকে আমি প্রমোট ও করবো না এই দিকে আসার
6.আচ্ছা তাইলে আসলে বিটকয়েন আর্ন করে কীভাবে?
উত্তর-পরবর্তী পর্বে এই নিয়ে A To Z আলোচনা করবো
খোদা হাফেজ