Site icon Trickbd.com

কিভাবে kinemaster app দিয়ে ফ্রিজ ইফেক্ট ভিডিও বানানো যায়। ®

Unnamed

welcome to TRICKBD

কেমন আছেন সবাই। আশাকরি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।

আমি মাসুদ,®
তো আজকে দেখাবো
কিভাবে kinemaster app দিয়ে ফ্রিজ ইফেক্ট ভিডিও বানানো যায়।
এ নিয়ে কিছু বলে নেই। আমরা এ ধরনের ভিডিও টামিল মুভি গুলাতে দেখতে পাই।
এজন্য আপনাকে ১মে একটি ভিডিও বানাতে হবে এরকম।
একজন লোক আস্তে আস্তে হেটে যাওয়ার সময় একটি লাফ দিসে।
তো আপনি হেটে যাছে এরকম একটি ভিডিও বানিয়ে নিতে পারেন।
লক্ষ রাখবেন যেন ক্যমারা যেন নড়াচড়া না করে।(না বুজলে আমি নিচে একটি ভিডিও দিচ্ছি দেখে নিয়েন)
তো এজন্য আমাদের দুটি অ্যাপ লাগবে যাদের না আছে নামিয়ে নেন
1.kine master mode 4k video support
don.link
2.pic say or pic art
pic say down.limk
[h3] কাজের ধাপ[/h3]

১মে কাইন মাস্টার অপেন করে ভিডিও টি add করুন। তারপর যেখানে ১ম ফ্রিজ ইফেক্ট আনতে চান সেখানে যান ss

next

তারপর একটা পিক কেপচার করে নেন

তারপর আবার ব্যাক দিয়ে ২য় ধাপে টান দিয়ে (যেখানে ২য় ফ্রিজ ইফেক্ট আনতে চান)

আরএকটা পিক কেপচার করে নেন

একিভাবে ৪টা কিংবা ৫ টা পিক কেপচার করে নিন(যেখানে যেখানে ফ্রিজ ইফেক্ট আনতে চান)



তারপর এখানে ক্লিক করে বেরিয়ে পরেন

এখন আমাদের দরকার যেখানে যেখানে ফটো কেপচার করলাম সেখান কার cutout pic দরকার। আপনার pic art দিয়ে করতে পারেন। কিন্তু আমি দেখিয়ে দিব pic sey app দিয়ে
এজন্য পিকসে অ্যাপ অপেন করুন

next একটা পিক add করে এখানে ক্লিক করুন

তারপর add photo

এখন গেলারি থেকে আমাদের ক্যপচার করা ১ম পিক টি সিলেক্ট করুন

তারপর


তারপর ছবিটির চারপাশে ক্রপ করে নিন

yes দেন তাহলে কাট আউট পিক sd তে save হবে

এভাবে যে কয়টা পিক ক্যপচার করে ছিলেন সব গুলির কাট আউট পিক এভাবে সেভ করে নিন


তারপর কাইন মাস্টার ওপেন করে আগের ভিডিও টি সিলেক্ট করুন

আবার ভিডিও এর সামনে দিকে টান দিয়ে আগের ১ম ক্যপচার করা যায় গায় যান

তারপর লেয়ার এ মিডিয়াতে যান

গেলারি থেকে ১ম কাট আউট পিক টি সিলেক্ট করুন

তারপর ভিডিও এর ২য় দাপে যান এবং আবার লেয়ার এ যান এবং ২য় পিক টি সিলেক্ট করুন

ঠিক এভাবে করে ফেলুন সব গুলি পিক

এখানে একটি কাজ হচ্ছে আপনি যে সকল ফটো add করবেন সব গুলি অই সিন পর্যন্ত থাকবে এবং ভিডিও এর ১ম দিক থেকে থাকবে


ব্যস কাজ শেষ এখন ভিডিও টি সেভ করে নিন

পোস্টের কোন যায়গায় না বুজলে এই ভিডিও টি দেখতে পারেন। এখানে ভাল ভাবে বুঝিয়ে এবং লাইব প্রুফ দেওয়া হয়েছে

®®কিছু কথা®®

আমি একজন ছোট youtuber. post টি যদি ভাল লাগে অথবা বিন্দুমাত্র উপকৃত হন তাহলে আমার চ্যানেল টা subcribeকরতে পারেন

Exit mobile version