সবাই সালাম নিবেন,
আশা করি সবাই ভাল আছেন,
আগেই বলে রাখি, ট্রিকটি যারা যানেন না তাদের জন্য।
এবার আসেন কাজে………..
SAMSUNG মোবাইলের প্রায় মোবাইলের মধ্যে যে সমস্যা হয় তা হল ফোনের ডিফল্ট ক্যামরা দিয়ে ছবি তুলার সময় ফ্লাশ লাইট অন থাকলে মোবাইল বন্ধ হয়ে যায়।এর কারণটা আমার জানা নাই কারো জানা তাকলে কমেন্টে জানালে খুশি হব!
সমাধান:
প্রথমত আপনি আপনার ফোনের সেটিং এ গিয়ে camera অ্যাপস এর ডাটা ক্লিয়ার দিতে পারেন।
এখানে ডুকে all থেকে camera তে ক্লিক করার পর clear data তে ক্লিক করে ok দিলে কাজ হয়ে যাবে.
দ্বিতীয়ত আপনি অন্য কোন ক্যামেরা অ্যাপস ব্যবহার করতে পারেন,
নিচে কয়েকটি ভালো অ্যাপস দিচ্ছি চাইলে ডাউনলোড করতে পারেন,
১. open camera
২. Retica
৩.youcap perfect
এগুলো আমার মতে ভালো।এই অ্যাপসের মাধ্যমে ছবি তুলার সময় ফ্লাশ লাইট কাজ করে এবং মোবাইল ও বন্ধ হয় না
সবশেষে বলতে চাই এটা আমার প্রথম পোস্ট কোন ভুল হলে মাফ করবেন এবং trickbd এর সাথে থাকবেন।ধন্যবাদ