Site icon Trickbd.com

নিজের নাম্বার গোপন রেখে যে কোন নাম্বারে Unlimited Free SMS করুন। কোন প্রকার Apps বা Credits Earn ছাড়া।

Unnamed






সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

জ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে নিজের মোবাইল নাম্বার গোপন রেখে যেকোন নাম্বারে আনলিমিটেড ফ্রী এসএমএস করবেন। আপনার একাউন্টে টাকা না থাকলে হবে। এসএমএস করার জন্য আপনার কিন্তু মেগাবাইট থাকতে হবে।

N——————————————————————————-S

** কিভাবে যে কোন নাম্বারে ফ্রি এসএমএস করবেন।**



বন্ধুরা প্রথমে নিচের লিংকে ক্লিক করুন।


HTML tutorial

প্রথমে উপরের লিংকে ক্লিক করুন। তারপর দেখবেন এইরকম একটা ওয়েব পেজ এ এসেছে। তারপর স্ক্রিনশটে দেখানো কান্ট্রি অপশন থেকে বাংলাদেশ সিলেক্ট করুন।

তারপরে স্ক্রিনশটে দেখানো মোবাইল নাম্বার কোডে 0 বাদে যে নাম্বারে এসএমএস করতে চান সেই নাম্বারটি দিন।

তারপর আপনার ইচ্ছা মত মেসেজ লিখুন। কমপক্ষে 10 অক্ষরের ওপরে।

তারপর নিচে ভেরিফিকেশন কোড অপশনে যান। স্ক্রিনশটে দেখানো ওখানে যে কোডটি থাকবে ফাকা কোডে সেই কোডটি দিবেন।

তারপর নিচে সেন্ড বাটনে ক্লিক করুন।

একটু লোডিং নেবে। তারপরে দেখবেন স্ক্রীনশটের দেখানো এরকম একটি লেখা আসবে।

তারপর দেখবেন আপনি যে নাম্বারে এসএমএস টি করছেন সেই নাম্বারে এসএমএস টি চলে গেছে। বিদেশি নাম্বার থেকে সে বুঝতেই পারবে না যে আপনি তাকে এসএমএস করছেন। এসএমএসটা যেতে কিছু সময় নিতে পারে মাঝেমাঝে।

N——————————————————————————-S

বন্ধুরা আমার আগের পোস্ট যারা মিস করেছেন তারা দেখে নিন

[ GP ] সিমে সকল সাইট ব্রাউজ করুন একদম ফ্রি। ১ টা নয় ৬ টা Proxy সার্ভার দিয়ে।

ফেসবুক মেসেঞ্জারের Football/Basketball গেম হ্যাক করে ইচ্ছামত স্কোর করুন

MX Player Background Change + Snow Animation

Airtel Iflix mb ও All Sim Fb mb দিয়ে সবকিছু ইউজ করুন।

কিভাবে Fb Lite ব্যাকগ্রাউন্ডে Particles বা মাকড়সার জালের মতন অ্যানিমেশন সেট করবেন।

N——————————————————————————-S



বন্ধুরা APK Editor দিয়ে কাজ করার পর যদি যেকোন Apps বা গেমস [APP NOT INSTALL??] দেখায়। সেটা কিভাবে Fixed করবেন দেখে নিন। নিচে Apps Not Installed সমস্যার সমাধানে ক্লিক করুন।


HTML tutorial



যোগাযোগঃ


Facebook– https://facebook.com/nsasns

Imo———– https://call.imo.im/nsasns

Email——– nitu.sabur@gmail.com

বুঝতে না পারলে ভিডিওটি দেখুন

https://youtu.be/WIli6BNF9v4

NS Sabur

আমি চাই পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে l কমেন্টে জানাবেন l


Exit mobile version