প্রথমেই আমার সালাম নিবেন আশা করি সবাই ভালো আছেন,,আপনাদের দোয়া এবং ভালোবাসাই আল্লাহর রহমতে আমিও ভালো আছি।
অনেক দিন পর পোস্ট করা,তাই না?হুম সময়ের জন্য ট্রিকবিডিতে আর আগের মত পোস্ট করা হয় না।তবে হ্যা আমি প্রাই ই ট্রিকবিডি তে ভিজিট করি,নতুন ট্রেইনার দের পোস্ট দেখে ভালোই লাগে।আপনারা ই আগামী দিন এ ট্রিকবিডিকে আরো ভালো একটি পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবেন।আমিও সময় পেলে পোস্ট করবো,আর আমি আছি আপনাদের ভালোবাসার মাঝে।
আজকে আমি আপনাদের কে দেখাবো যে হাইড থাকা ডার্ক থীম মোড ফেইসবুক মেসেঞ্জার এ এনাবল করবেন।
১ সপ্তাহ আগে ফেইসবুক মেসেঞ্জার বেটা ভার্সন এ এই ফিচারস টি যোগ করা হয়েছে,কিন্তু এটা সকল ইউজারস রা ব্যবহার করতে পারবেন না,হাইড থাকা একটা সিটিংস করতে পারলেই ইউস করা যাই,সম্প্রতি প্রাই অনেক সোশ্যাল নেটওয়ার্ক এপ গুলো তেই ডার্ক মোড এনাবল করতেছে এপ ডেভেলপার রা।Google INC. এর অনেক এপ এ ই ডার্ক মোড এনাবল করা হয়েছে।
কিন্তু দুঃখের বিষয় হলো আনরুটেড ইউজারস রা এই ফিচারস টি ব্যবহার করতে পারবেন না,,সম্ভাবনা আছে যে আর কিছু আপগ্রেড এর পর আপনারা কোন সিটিংস ছাড়াই এটা ব্যবহার করতে পারবেন।
চলুন তাহলে দেখা যাক কিভাবে রুটেড ইউজারস রা এটা ব্যবহার করবেন।
প্রথমে আপনি যদি প্লে স্টোর এ বেটা ইউজার হন তাহলে ফেইসবুক মেসেঞ্জার এপ টা আপগ্রেড করেন,আর যদি না হন আমি নিচে লিংক দিচ্ছি ওইখান থেকে ডাউনলোড করেন।
Download Here Messenger Beta Latest.apk(Apkmirror)
ডাউনলোড হলে আগের মেসেঞ্জার টা আন ইন্সটক করে,এটা ইন্সটল করেন।
ইন্সটল হয়ে গেলে Terminal Emulator প্লে স্টোর থেকে ডাউনলোড করেন।
Terminal Emulator Android(Play Store)
ইন্সটল হয়ে গেলে ওপেন করেন,তারপর লিখেন su
দেখেন রুট এক্সেক্স চাইছে গ্রেন্ট/এলাউ দিন।
তারপর নিচের কোড টা বসিয়ে আবার ইন্টার প্রেস করুন।
am start -n “com.facebook.orca/com.facebook.abtest.gkprefs.GkSettingsListActivity”
ইন্টার প্রেস করার পরে নয় নিচের মত করে নিয়ে যাবে
এই খান থেকে Searcg Gatekeepers এ যান
dark লিখে Ok প্রেস করুন
নিচে দেখুন ২ টা লাইনেই No লেখা আছে এই ২ টা তেই একবার করে টাচ করেন
তারপর আপনি মেসেঞ্জার এপ এ ডুকুন
প্রোফাইল এ যান
নিচে স্ক্রল করুন দেখুন Dark Mode নামে একটা অপশন আছে এটা এনাবল করে দিন।
এটা অবশ্য ডার্ক না,এটা ব্ল্যাক কালার,,আচ্ছা যাই হোক আপনারা এনাবল করে বন্ধুদের কে তাক লাগিয়ে দেন।
কারো যদি কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করেবন।,
ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোন পোস্ট নিয়ে,আল্লাহ হাফেজ।