ফন্ট কেনো চেঞ্চ করবেন?
মোবাইলের একই ডিসপ্লের লেখা দেখতে দেখতে কিছুদিন পরই বোরিং লাগে। মনে হয় যে মোবাইলটা একদম পুরানো হয়ে গেছে, চেঞ্চ করতে হবে। বাট আপনি ফোনের ফন্ট এবং থিম চেঞ্চ করে পুরানো ফোনটাকেই নতুন এর মতো ইন্টারেস্টিং এবং আডিক্টিভ করতে পার?
তবে যাদের টাকা আছে তারা ত চেঞ্চ করে লেটেস্ট ফোন নিবেনই,বাট যাদের পকেট খালি, তাদের ফোন নতুন,প্রাণবন্ত আর সজীবময় করতে এই পোস্ট?
-
ফন্ট চেঞ্চ করতে এতো ঝামেলা কেনো?
শাওমী সাধারণত বাংলাদেশের জন্য ফন্ট চেঞ্চ সহ নানারকম ফিউচার অফ রেখেছে। এগুলো চালু করার জন্য এতো ঝামেলা।
-
যেভাবে করবেনঃ-
প্রথমে একটা ভিপিএন এ ইন্ডিয়ান কান্ট্রি কানেক্ট করুন।
আমি মেলন ভিপিএন ইউস করেছি।
Vpn Melon Direct Download
?তারপর
তারপর মোবাইলের সেটিংস অপ্সশন এ গিয়ে রিজিওন ইন্ডিয়া করে নিন।
- settings>additional settings >region>india
তারপর মোবাইলের থিমস আপ্স এর ডাটা ক্লিয়ার করুন।
এর পর থিমস আপ্স টি ওপেন করুন।
দেখুন ফন্ট অপশন এসে গেছে।
ভিপিএন কানেক্ট আর ডাটা ক্লেয়ার ভালোভাবে না করলে, এখানে ফন্ট অপসন আসলেও, ক্লিক করলে নেটওয়ার্ক কানেকশন ইরোর দেখাবে
ফন্ট এ ক্লিক করুন, এবং যেই ফন্টটি ইউস করতে চান সেটা সিলেক্ট করুন।
তারপর ফন্টটি ডাউনলোড দিয়ে, আপ্লাই এ ক্লিক করুন এবং ফোন রিবুট দিয়ে অন করুন দেখুন ফন্ট চেঞ্চ হয়ে গেছে।
আমার প্রিয় কিছু ফন্টঃ-
- Skate Sonic
- Tesla
ধন্যবাদ।
আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। আর কোনো সমস্যা থাকলে এখানে কমেন্ট করুন।
10 thoughts on "শাওমি ফন্ট চেঞ্চ করুন খুব সহজেই (ভিন্ন পদ্ধতি)"