Site icon Trickbd.com

যেকোন MX Player ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেশন সেট করুন। ( Part-3 )

Unnamed







সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

জ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে এমএক্স প্লেয়ার এর ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন সেট করবেন। এটা শুধু এমএক্স প্লেয়ার না যে কোন এপসে একটু বুদ্ধি খাটালে এই এনিমেশনটা সেট করতে পারবেন।

ট্রিকবিডি থেকে চলে গিয়েছিলাম কিন্তু আপনাদের ভালোবাসার জন্য আবার ফিরে আসলাম।।

আজে বাজে কমেন্ট কারির উদ্দেশ্য –
* কোন পোষ্টে আজেবাজে কমেন্ট করবেন না। *
আপনাদের যদি পোস্ট টা ভালো না লাগে তাহলে রিপোর্ট করে চলে যান।
আর যে আজেবাজে কমেন্ট করবেন। সে কমেন্টের উত্তর নিশ্চিত পেয়ে যাবেন।
আর পোস্টে আজেবাজে কমেন্ট করে পোস্ট দাতার পোষ্ট করার আগ্রহ কমিয়ে দেবেন না।

<div

N——————————————————————————-S

Apk Editor Pro ডাউনলোড লিঙ্কঃ(MediaFire)



N——————————————————————————-S

Zip File ডাউনলোড লিঙ্কঃ(MediaFire)



N——————————————————————————-S

** কিভাবে অ্যাপস এর ব্যাকগ্রাউন্ডে এনিমেশন সেট করবেন **



প্রথম উপরের ডাউনলোড লিংক থেকে Zip ফাইলটি ডাউনলোড করে দিন।

জিপ ফাইল এর মধ্যে কোন ফটোর নাম বা ফাইলে নাম চেঞ্জ করলে কিন্তু এনিমেশন কাজ হবে না।

তারপর আপনার ফোন বা মেমোরি কার্ডের কাঙ্খিত ডাউনলোড ফোল্ডার এ ঢুকুন।
তারপর জিপ ফাইলটি চেপে ধরুন।
তারপর Extract করুন।

Extract হয়ে গেলে দেখবেন একটি ফোল্ডার চলে এসেছে

N——————————————————————————-S

প্রথমে উপরের ডাউনলোড লিংক থেকে এপিকে এডিটর ডাউনলোড করে নিন। তারপর ইন্সটল করুন ইন্সটল হয়ে গেলে অ্যাপস টি ওপেন করুন। স্ক্রীনশট এর দেখানো অপশনে ক্লিক করুন!

mx player তা সিলেক্ট করুন।

স্ক্রীনশট এর দেখানো অপশনে ক্লিক করুন!

স্ক্রীনশট এর দেখানো অপশনে ক্লিক করুন!

স্ক্রীনশট এর দেখানো অপশনে ক্লিক করুন!

res ফোল্ডার এ ঢুকুন।

স্ক্রীনশট এর দেখানো অপশনে ক্লিক করুন!

নিচর প্লাস বাটনে ক্লিক করুন।

উপরের ডাউনলোড লিংক থেকে যে zip ফাইলটি ডাউনলোড করেছিলেন তারপর Extract করেছিলেন ওই ফোল্ডারটি ওপেন করুন।

স্ক্রীনশট এর দেখানো অপশনে ক্লিক করুন!

15 টি ফটো দেখতে পাবেন। এক এক করে ফটোগুলো সব প্লাস বাটনে ক্লিক করে করে এড করুন।

দেখুন সবগুলো অ্যাড করেছি।

তারপর স্ক্রীনশট এর দেখানো অপশনে ক্লিক করুন!

একটু নিচের দিকে এসে layout ফোল্ডার এ ঢুকুন।

নিচের প্লাস বাটনে ক্লিক করুন।

তারপর ব্যাক করুন। বা স্ক্রীনশট এর দেখানো অপশনে ক্লিক করুন!

স্ক্রীনশট এর দেখানো অপশনে ক্লিক করুন!

স্ক্রীনশট এর দেখানো অপশনে ক্লিক করুন!

list.xml ফাইল টি ওপেন করুন।

তারপর মিনিমাইজ করে আপনার ডাউনলোড ফোল্ডার এ ঢুকুন। zip ফাইল ফোল্ডার এর নিচে দেখুন File.txt নামে একটি ফাইল আছে ওটা ওপেন করুন।

ওপেন হয়ে গেলে দেখবেন একটি লেখা আছে ও টি সম্পূর্ণ কপি করে নিন।

মিনিমাইজ থেকে এপিকে এডিটর টি আবার ওপেন করুন তারপর একদম নিচের দিকে এসে স্ক্রিনশটে দেখানো অনুযায়ী একটু ফাঁকা করেন!

তারপর ফাইল থেকে যে কোডটি কপি করছিলেন ফাঁকা জায়গায় পেস্ট করে দিন।

দেখুন পেস্ট হয়ে গেছে।

তারপর নিচের সেভ বাটনে ক্লিক করুন।

তারপর ব্যাক করে উপরে স্ক্রিনশটে দেখানো স্থানে ক্লিক করুন।

একটু সময় অপেক্ষা করুন তারপর এরকম একটি পেজ আসবে নিচের remove অপশন এ ক্লিক করুন। অ্যাপসটি আনইনস্টল করে দিন।

তারপর মাঝখানে ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করুন।

ইন্সটল হয়ে গেলে অ্যাপস টি ওপেন করুন দেখবেন অ্যাপস এর ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন হচ্ছে।

N——————————————————————————-S



ক্রেডিটঃ

## Mod by: NS Sabur.


## Mx player pro.

## Apps-- Apk editor pro, DroidEdit pro,AIDE, Android Sudio.

& others….!!



N———————————————————————–S

বন্ধুরা আমার আগের পোস্ট যারা মিস করেছেন তারা দেখে নিন

[ GP ] সিমে সকল সাইট ব্রাউজ করুন একদম ফ্রি। ১ টা নয় ৬ টা Proxy সার্ভার দিয়ে।

ফেসবুক মেসেঞ্জারের Football/Basketball গেম হ্যাক করে ইচ্ছামত স্কোর করুন

MX Player Background Change + Snow Animation

Airtel Iflix mb ও All Sim Fb mb দিয়ে সবকিছু ইউজ করুন।

কিভাবে Fb Lite ব্যাকগ্রাউন্ডে Particles বা মাকড়সার জালের মতন অ্যানিমেশন সেট করবেন।

N——————————————————————————-S



বন্ধুরা APK Editor দিয়ে কাজ করার পর যদি যেকোন Apps বা গেমস [APP NOT INSTALL??] দেখায়। সেটা কিভাবে Fixed করবেন দেখে নিন। নিচে Apps Not Installed সমস্যার সমাধানে ক্লিক করুন।









যোগাযোগঃ


Facebook– https://facebook.com/nsasns

Imo———– https://call.imo.im/nsasns

Email——– nitu.sabur@gmail.com

NS Sabur

আমি চাই পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে l ভাল লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন।