Site icon Trickbd.com

আপনার ফোনের টাচ (touch lock) লক করুন খুব সহজে মাত্র ছোট একটি অ্যাপ দিয়ে।

Unnamed

আসসালামু আলাইকুম,
আশা করি ভালো আছেন।


আপনাদের জন্য আজকেও একটি টিপস নিয়ে আসলাম যা আপনাদের অনেক কাজে আসবে।তো চলুন শুরু করা যাক।
• এই আপ্পটি দ্বারা আপনি আপনার ফোন লক করতে পারবেন এমনভাবে যে,,, কেউ যদি আপনার ফোন লক জেনেও যায় তবুও আনলক করতে পারবে না।,,, বা আনলক করলেও কোনো জায়গায় ট্যাব বা ক্লিক করতে পারবে না।
• নিচ থেকে ডাউনলোড করে নিন :;
• app link::;Touch lock.
• অ্যাপ টি ওপেন করার পর এরকম আসবে।

এখানে ট্যাব করুন।




এখানে অন করে দিন,,,,যদি ok তে ট্যাব না হয় তাহলে আপনার ফোন টি একবার রিস্টার্ট দিন।তাহলে হয়ে যাবে।

এবার পারমিশন টি দিয়ে হোম এ চলে আসুন।
এর পর নোটিফিকেশন বারে চলে যান,,, এবং ট্যাব করুন।

এবার দেখুন আপনি যেখানেই ট্যাব করুন না কেন কোনো জায়গাতেই কিন্তু ট্যাব হবে না।।। এতে আপনি যে কাউকে চমকিয়ে দিতে পারেন।

• এরপর কথা হচ্ছে আপনি কিভাবে এটা অফ করবেন, দেখুন। এই জায়গায় আপনি যদি ডাবল ট্যাব করে বা ২বার পরপর ক্লিক করেন তাহলে এটি অফ হয়ে যাবে।






• প্রয়োজনের পাশে ফ্রি ফেসবুকে আমি।

• খারাপ মন্তব্য থেকে বিরত থাকবেন।
• মোডারেটর ভাইকে বলছি আমি আমার পোস্টের রিপ্লাই দিতে পারতেছি না কেন একটু দেখবেন।
ধন্যবাদ সকলকে।