সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
আজ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে ফেসবুক লাইটে নাইট মোড বাটন এড করা। এটা শুধু ফেসবুক লাইটে না যে কোন এপসে একটু বুদ্ধি খাটালে এই এনিমেশনটা সেট করতে পারবেন।
<N——————————————————————————S
↓Orginal Fb Lite ডাউনলোড লিঙ্কঃ(MediaFire)↓
↓Clone Fb Lite ডাউনলোড লিঙ্কঃ(MediaFire)↓
↓Mod Fb Lite ডাউনলোড লিঙ্কঃ(MediaFire)↓
N——————————————————————————-S
App Cloner Premium ডাউনলোড লিঙ্কঃ(MediaFire)
N——————————————————————————-S
Apk Editor Pro ডাউনলোড লিঙ্কঃ(MediaFire)
N——————————————————————————-S
** Fb Lite Night Mod Button সেট করার জন্য কিছু কোড লাগবে কোড গুলো নিচে Zip ফাইল করে দেওয়া হল। আপনারা ফাইল টা ডাউনলোড করে নিবেন। ফাইল টি ডাউনলোড হয়ে গেলে ডাউনলোড গিয়ে Unzip করে নিবেন। ফাইল ছাড়া কিন্তু কোন কাজ হবে না। **
Zip File ডাউনলোড লিঙ্কঃ(MediaFire)
N——————————————————————————-S
** কিভাবে অ্যাপস এর ভেতর নাইট মোড বাটন সেট করবেন **
প্রথম উপরের ডাউনলোড লিংক থেকে Zip ফাইলটি ডাউনলোড করে দিন।
তারপর আপনার ফোন বা মেমোরি কার্ডের কাঙ্খিত ডাউনলোড ফোল্ডার এ ঢুকুন।
তারপর জিপ ফাইলটি চেপে ধরুন।
তারপর Extract করুন।
দেখবেন একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে।
N——————————————————————————-S
বন্ধুরা লেটেস্ট ভার্সন এফবি লাইট কিন্তু কাজ হবে না। এফবি লাইট 100 ভার্শন এর উপরে হলে হবে না। আপনাদের যদি 100 ভার্সন নিচে এফবি লাইট থাকে তাহলে হবে। আর যদি না থাকে তাহলে উপরের Orginal fb lite ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নিবেন। আর যদি আপনাদের App cloner premium ভার্সন না থাকে তাহলে এফবি লাইট মোড ভার্সন টি ডাউনলোড করে নিন উপরের ডাউনলোড লিংক থেকে।
আপনাদের যদি App clone অ্যাপস থাকে তাহলে প্রথমে এফবি লাইট টি কোলন করে নিন।
Clone করা হয়ে গেলে এপিকে এডিটর টি ওপেন করে এ স্ক্রীনশট এ দেখানো অপশন এ ক্লিক করুন।
এফবি লাইট অ্যাপ কোলন দিয়ে যেটা কোলন করেছেন সেই টাতে ক্লিক করুন। অথবা আমার ওপরের কোলন ডাউনলোড লিঙ্ক থেকে যেটা ডাউনলোড করেছেন ওটাতে ক্লিক দিলে হবে।
স্ক্রিনশটে দেখানো স্থানে ক্লিক করুন।
স্ক্রিনশটে দেখানো স্থানে ক্লিক করুন।
res ফোল্ডার ঢুকুন।
drawable ফোল্ডার এ ক্লিক করুন।
নিচে প্লাস বাটনে ক্লিক করুন।
উপর থেকে যে ফাইলটি ডাউনলোড করছেন ওই ফোল্ডারে ঢুকুন।
স্ক্রিনশটে দেখানো স্থানে ক্লিক করুন।
স্ক্রিনশটে দেখানো স্থানে ক্লিক করুন।
drawable ফোল্ডার ঢুকুন।
তিনটা ফাইল দেখতে পাবেন এক এক করে তিনটা ফাইল ক্লিক করুন। প্রথম ফাইল এ ক্লিক করলে হয়ে যাবে আবার নিচের প্লাস বাটনে ক্লিক করে আবার এড করবেন।
দেখেন drawable ফোল্ডারের তিনটি এড হয়ে গেছে। উপরে স্ক্রিনশটে দেখানো অপশনে ক্লিক করুন।
anim ফোল্ডার এ ঢুকুন।
নিচের প্লাস বাটনে ক্লিক করুন।
স্ক্রিনশটে দেখানো স্থানে ক্লিক করুন।
anim ফোল্ডার এ ঢুকুন।
দুইটা ফাইল এক এক করে এড করুন।
দুইটা ফাইল এড হয়ে গেলে উপরের ব্যাক বাটনে ক্লিক করুন স্ক্রিনশটে দেখানো অনুযায়ী।
নিচে layout ফোল্ডার ওপেন করুন।
নিচের প্লাস বাটনে ক্লিক করুন।
স্ক্রিনশটে দেখানো স্থানে ক্লিক করুন।
layout ফোল্ডার এ ঢুকুন।
দুইটা ফাইল আছে এক এক করে প্লাস বাটনে ক্লিক করে অ্যাড করুন।
স্ক্রিনশটে দেখানো ফাইল টি ওপেন করুন।
স্ক্রিনশটে দেখানো স্থানে একটু ফাঁকা করে নেন কারণ ওখানে একটি কোড পেস্ট করতে হবে।
এপিকে এডিটর টি মিনিমাইজ করে আপনার কাঙ্খিত জিপ ফাইল ডাউনলোড ফোল্ডার এ ঢুকুন। ফোল্ডারে ঢুকে দেখবেন স্ক্রিনশটে দেখানো একটি ফাইল আছে ওটা ওপেন করুন।
ফাইলটি ওপেন হলে দেখবেন একটি কোড আছে কোডটি সম্পূর্ণ কপি করে নিন।
মিনিমাইজ থেকে এপিকে এডিটর টি আবার ওপেন করুন। তারপর ঐ ফাঁকা জায়গায় কোডটি পেস্ট করে দিন।
কপি কোডটি পেস্ট করার পরে নিচের সেভ বাটনে ক্লিক করুন স্ক্রিনশটে দেখানো স্থানে।
তারপরে স্ক্রিনশট দেখানো স্থানে ক্লিক করুন।
তারপর স্ক্রিনশটে দেখানো স্মাইলি অপশনে ক্লিক করুন।
একটু পরে দেখবেন স্মাইলি নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে ঐ ফোল্ডার ওপেন করুন।
স্ক্রীনশট দেখানো অপশনে ক্লিক করুন।
nsSabur লিখে নিচে ওকে বাটনে ক্লিক করুন। অন্য কোন নাম বা কিছু লিখলে কিন্তু কাজ হবে না।
nsSabur ফোল্ডারে টিক চিহ্ন দিয়ে নিচের রিপ্লেস অপশনে ক্লিক করুন।
স্ক্রিনশটে দেখানো অপশনে ক্লিক করে ব্যাক করুন।
আবার ব্যাক করুন।
smali ফোল্ডার ওপেন করুন।
nsSabur ফোল্ডার ওপেন করুন।
তারপর নিচের ওকে বাটনে ক্লিক করুন।
yes বাটনে ক্লিক করুন।
তারপর ওপরের Build বাটনে ক্লিক করুন।
কিছুক্ষণ সময় লাগবে। তারপরে দেখবেন এরকম একটি পেজ আসবে নিচের Remove বাটনে ক্লিক করে অ্যাপটা আনইন্সটল করে দিন।
আনইন্সটল হয়ে গেলে মাঝখানে ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করুন।
ইন্সটল হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন দেখবেন উপরে একটি বাটন এড হয়েছে ওটাতে ক্লিক করুন দেখবেন আপনার লাইট কম বেশি হচ্ছে।
N——————————————————————————-S
ক্রেডিটঃ
## Mod by: NS Sabur. ## Fb lite, Facebook ins. ## Apps-- Apk editor pro, DroidEdit pro,AIDE, Android Sudio.
& others….!!
N———————————————————————–S
বন্ধুরা আমার আগের পোস্ট যারা মিস করেছেন তারা দেখে নিন
[ GP ] সিমে সকল সাইট ব্রাউজ করুন একদম ফ্রি। ১ টা নয় ৬ টা Proxy সার্ভার দিয়ে।
ফেসবুক মেসেঞ্জারের Football/Basketball গেম হ্যাক করে ইচ্ছামত স্কোর করুন
MX Player Background Change + Snow Animation
Airtel Iflix mb ও All Sim Fb mb দিয়ে সবকিছু ইউজ করুন।
কিভাবে Fb Lite ব্যাকগ্রাউন্ডে Particles বা মাকড়সার জালের মতন অ্যানিমেশন সেট করবেন।
N——————————————————————————-S
বন্ধুরা APK Editor দিয়ে কাজ করার পর যদি যেকোন Apps বা গেমস [APP NOT INSTALL??] দেখায়। সেটা কিভাবে Fixed করবেন দেখে নিন। নিচে Apps Not Installed সমস্যার সমাধানে ক্লিক করুন।
যোগাযোগঃ
Facebook– https://facebook.com/nsasns
Imo———– https://call.imo.im/nsasns
Email——– [email protected]
Tahole ki ashol fb te night mode ashbe?
R clone kora fb te night mode ad na kore jodi ashol fb te ad kori.
Tahole ki kono shomoshya hobe?
But.
Night mode on korar zip file tir ordhek bujhteci.
R bakigula mathayi dhortecena
Ha ha ha
Utshahito korar jonno.
R modding porbo off hoye gelo kno?
Abar shuru koren.
kivabe apps ar vitore nam lakha jai….
welcome massage remove kora jai…
and apps ar vitorer jakono lakha castomize kora jai eigular post chai….
monir kno arokom post kore nah…..
asole monir bro ar kase kisu chaile uni den nah…bole amar kno apps ami kawke de nah….
apnar post ar monir ar post akrokom nah…
asa kori aj thake e post korben….
apnake sobai khub valobase….
nirsartho vabe shob shikhan apni
..
modding sikhar khub icca amar..
post ar opekkhai roilam…
Keep going.
Great contribution.