প্রথমে আমার সালাম নিবেন আশা করি সবাই ভালো আছেন।আপনাদের দোয়াই আমিও ভালো আছি।
আজকে অনেকদিন পর আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে যাচ্ছি,এর আগে আমি এই টপিক টা নিয়ে পোস্ট করেছিলান,,ওইটাই কিছু ইউজার রুটেড ফোন দিয়ে ডার্ক মেসেঞ্জার ব্যবহার করতে সক্ষম হয়েছিলেন।
আজকে আমি দেখাবো কিভাবে যে কোন Android এ যে কোন ইউজার,,খুভ সহজেই ফেইসবুক মেসেঞ্জার ডার্ক মোড ব্যবহার করতে পারবেন।সব থেকে বড় কথা হলো কোন রুট লাগবে না।
প্রথমে আপনার ফেইসবুক মেসেঞ্জার টা প্লে স্টোর থেকে আপগ্রেড করে নিন,,যদি আপগ্রেড করা থাকে তাহলে লাগবে না,,আমি আবার বলতেছি সর্বশেষ ফেইসবুক মেসেঞ্জার ছাড়া এটা হবে না।
তারপর আপনি যে কারো Conversation এ যান,গিয়ে ইমুজি তে গিয়ে খুজুন চাঁদ এর ইমুজি কোথায় আছে, এবং চাদের ইমুজি টা সেন্ড করুন।
তারপর এমন একটা এনিমেশন আসবে,,
পরে দেখবেন,,উপরে এরকম একটা পপ আপ আসবে,,ওইটা তে ক্লিক করুন।
দেখবেন Dark Mode একটা অপশন এসেছে ওইটা তে ক্লিক করে এনাবল করেন।
দেখুন ডার্ক মোড এনাবল হয়ে গেছে,,
এবার ডার্ক মোড এ মেসেংজিং করুন,,আর বন্ধুদের কে তাক লাগিয়ে দিন।
আশা করি কারো বুঝতে অসুবিধে হয় নাই,,আমার মতে এটা প্রত্যেক ইউজারদের ই এনাবল হবে।আমি আবারো বলতেছি মেসেংজার টা সর্বশেষ কিনা একবার চেক করে নিয়েন,প্লে স্টোর থেকে।
আজকের মত পোস্ট এখানেই শেষ করলাম,সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,আল্লাহ হাফেজ।
Tata☺See You Again,,Guys