কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন। তো আজ আপনাদের দেখাবো কিভাবে কম size এর ছবি কে বেশি size মানে HD quality তে কিভাবে save করতে পারবেন। তো অনেক সমায় আপনারা অনেক ছবি ফেসবুকে বা মেসেঞ্জারে কাউকে দিয়ে বা নিয়ে থাকেন তখন একটা জিনিস হয়তো খেয়াল করছেন যে ছবির quality নষ্ট হয়ে গেছে। ছবি এর size কমে গেছে ১০০-২০০ kb বা তার ও কম হয়ে গেছে তো এই সব ছবিকে কিভাবে ২- ৩ mb এর বেশি বানাতে পারবেন তা নিয়েই আজ কথা বলবো। আমি নিচে কিছু ধাপ দিচ্ছি মোনযোগ দিয়ে দেখুন
ধাপ ১: প্রথমে আপনাকে একটা app ডাউনলোড দিতে হবে app টির নাম pixel lab তো আপনি আপনার Google Play Store টি ওপেন করুন
ধাপ ২: এখন Search বারে গিয়ে pixel lab লিখে Search করতে হবে আর app টি Install করতে হবে
ধাপ ৩ : app install হয়ে যাওয়ার পর আপনেকে আপনার GALLERY ওপেন করতে হবে এবং আপনি যে ছবিকে hd তে save করতে চাচ্ছেন সেটা ওপেন করুন। এবং share আইকন এ ক্লিক করুন
ধাপ ৪: এখন pixel lab এ ক্লিক করুন।
ধাপ ৫: তির দেওয়া অপশন গুলোতে ক্লিক করুন। screenshot ভালো করে খেয়াল করুন
ধাপ ৬ : এবার save আইকন এ ক্লিক করুন।
ধাপ ৭: এবার save as image এ ক্লিক করুন
ধাপ ৮: এবার default অপশন এর উপর ক্লিক করুন এবং
ultra করে দিন
ধাপ ৯ : এবার SAVE TO GALLERY তে ক্লিক করে দেন। তাহলেই আপনার ছবি hd তে save হয়ে যাবে
আমার পোস্টি যদি আপনাদের ভালো লাগে আমার সাইট TipsNow24.Com ভিজিট করে আসবেন
আমাদের সাইটে ১ টি পোস্ট করলে ১০ টাকা।আর ৩০ টাকা হলে পেমেন্ট
আমাদের সাইটে Meraj50 অথর আমাদের সাইটে টিউন প্রথম প্রকাশ করেন
সবাই ভালো থাকবেন। পোস্টি ভালো লাগলে লাইক করবেন। আর কোনো সমস্যা হলে কমেন্ট করবেন।