আসসালামু আলাইকুম,
আশা করি ভালো আছেন।
আপনাদের জন্য আজকেও একটি টিপস নিয়ে আসলাম যা আপনাদের অনেক কাজে আসবে।তো চলুন শুরু করা যাক।
আজকের বিষয় ব্লুতুথ দিয়ে ইন্টারনেট।
আমাদের নানান কারনে অন্য কোনো মোবাইলের mb দিয়ে আমাদের ফোনে ব্যবহার করতে চাই তবে যার ফোন থেকে চালাবো তাকে বুঝতে দিতে চাই না যে আমরা তার ফোন থেকে আমাদের ফোনে ইন্টারনেট চালাচ্ছি।আমরা অনেকেই Hotspot চালু করে চালাই তবে যার ফোন সে দেখা মাত্র বন্ধ করে দেয়।তো অনেকে আছে যে ব্লুতুথ বন্ধ করে না বা তেমন ভাবে দেখে না।
এটি ব্যবহার করতে আমাদের কোনো অ্যাপ প্রয়োজন হবে না শুধু আপনার বন্ধুর ফোন এবং আপনার ফোন হলেই চলবে।
আমি প্রথমে এই ট্রিকটি ইউটিউবে দেখি এবং সেখান থেকে আপনাদের মাঝে শেয়ার করতেছি।
প্রথমে ২টি ফোন নিন একটি আপনার আর একটি আপনার বন্ধুর।
আপনার বন্ধুর ফোনটিতে ব্লুতুথ এবং ডাটা কানেক্ট করুন।
অনেকের ফোনে অনেকভাবে এই অপশন টি থাকতে পারে।তো আপ্নারা খুজে নিবেন আর না পারলে সার্চ দিবেন।
সেখাব থেকে hotspot & thethering এ ক্লিক করুন।
bluetooth thethering অপশন চালু করে দিন।
এবার আপনার ফোন এবং আপনার বন্ধুর ফোনের Bluetooth সেটিংস এ চলে যান এবং সেখান থেকে আপনার বন্ধুর ফোন কানেক্ট করান আপনার ফোনে। আর আপনার বন্ধুর ফোনে আপনার ফোনের নাম এর পাশে (i) অপশন টিতে ক্লিক করুন।
এবার Internet access অপশন চালু করে দিন।
এবার আপনার ফোনে ধুমছে ইন্টারনেট চালান।