Site icon Trickbd.com

এবার আপনার ওয়েবসাইটে ওটমেটিক হাজার হাজার ভিজিটর নিন ফ্রি তে []কনো প্রকার পয়েন্টের ঝামেলা ছাড়াই []

Unnamed

পষ্ট শুরুতেই প্রমান দেখিয়ে দিই ৷

কিছু প্রশ্ন ও উত্তর :

প্রশ্ন১: ভাই এটা অবৈধ এবং আমার  এডসেন্স একাউন্ট এর  জন্য তো ক্ষতিকর ?

উত্তর : হ্যা ভাই ৷ তবে যেটা করবেন নিজ দায়িত্বে করবেন ৷ আমি শুধু বলে দিচ্ছি আজকাল ফেসবুক গ্রুপে দেখি অনেকেই মানুষকে টাকা দিয়ে ভিউয়ার বাড়াচ্ছে ৷ আর ঐ লোকটি টাকা নিয়ে ঠিক এভাবেই ফ্রি ভিউয়ার দিয়ে মানুষকে ঠকিয়ে থাকে ৷ 

প্রশ্ন ২: ভাই , এটার মাধ্যমে কী ইউটিউব এ ভিউয়ার বাড়িয়ে নেয়া যাবে ?

উত্তর : ট্রাই করতে ক্ষতি কী ভাই ৷ হলে হতেও পারে ৷

তো চলুন শুরু করি ৷

আপনি যেকনো ব্রাউজার ইউজ করতে পারেন ৷ তবে ভালো স্পিডের জন্য পাফিন প্র বেটার ৷

 

 

প্রথমে URL এ টাইপ করুন https://trafficbot.co/

তারপর স্কিনসোর্ট অনুযায়ি ফ্লো করুন :-

 

Url এ আসার পর ট্রাই ইট ফ্রি তে ক্লিক করুন ৷

আপনি যে এড্রেসে ভিজিটর নিতে চান এখানে সেটি টাইপ করুন ৷

৫০ লিখুন ৷

রোবট ক্যেপচা সলভ করুন ৷

সাবমিট দিন ৷

প্রতিবার সাবমিটের জন্য ৫০ টি করে ভিজিটর পাবেন ৷

সৈজন্য : Agunbd.com