আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল, আর না থাকলে আল্লাহর কাছে দুআ করি দ্রুত সুস্থ হয়ে যান।
তো আসি কাজের কথায়।তিমধ্যে আপনারা জেনেগেছেন যে আজকে কি বিষয় নিয়ে পোস্ট হবে।
মোবাইল দিয়েই প্রোফেশনাল কার্টুন ভিডিও বানান খুব সহজেই। (পর্ব ১)
কার্টুন ভিডিও বানাতে যা যা লাগবে।
তো আপনাদের এই তিনটি জিনিস থাকলে আপনারা সামনে এগুতে পারেন।
মূল কাজ
আপনার উপরে দেওয়া লিংক থেকে অ্যাপ টি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর অ্যাপ টি ইনস্টল করে ওপেন করুন।
বিঃ দ্রঃ আপনারা যদি ডেমো দেখতে চান তাহলে নীচে দেওয়া আছে দেখে নিন।
অ্যাপ ওপেন করলে এমন লোড নিবে।
তারপর নিচের মত করবেন।
এখানে বিভিন্ন অপশন আছে সেগুলো দিয়ে আপনারা একটি ভাল ক্যারেকটার তৈরী করতে পারেন।
যেগুলো স্ক্রিনশটের মাধ্যমে দেখানো সম্ভব না, আপনারা নীচে দেওয়া ভিডিওতে দেখে নিতে পারেন।
তো তারপর আবার স্ক্রিনশট ফলো করুন।
এবার যেকোন একটা ব্যাকগ্রাউণ্ড সিলেক্ট করে নিন যেটার মাঝে আপনি কার্টুন বানাতে চান।
এখন আপনাদের এখানে ক্যারেক্টার এড করতে হবে।
তাই স্ক্রিনশট ফলো করুন।
তো এখন আরেকজন ক্যারেকটার এড করতে হবে।
তাই আবার স্ক্রিনশট ফলো করুন।
এদের কে কথা বলানোর জন্য ডায়ালোগ বাটনে ক্লিক করুন।
তো বন্ধুরা পোস্ট অনেক বড় হয়ে গেছে। আশা করি পোস্টি আপনাদের ভাল লেগেছে।
তো বিস্তারিত ভাবে জানার জন্য এই ভিডিও টি দেখুন।
আমাদের চ্যানেলঃ TipTop BD
আমাদের ওয়েবসাইটঃ TipTopBD.us
একটা লাইক তো পেতেই পারি। প্লিজ লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ