আসসালামু আলাইকুম।
আশা করি ভালো আছেন।
.
আজকে আপনাদের জন্য নয়ে এসেছি যে কিভাবে মিউজিক থেকে গান(শূর) আলাদা করবেন তার কিছু টিপস। আমি জানি আজ থেকে প্রায় ১.৫ বছর আগে এরকম একটি পোষ্ট করা হয়েছিল তা এই ২টির মধ্যে কোনো একটি হবে কিনা আমি সঠিক জানি না।এখানে ১ম আপ্পটি দ্বারা আপনি মিউজিক কাট(cut) করতে পারবেন এবং কন্ঠ আলাদা করতেও পারবেন।
২য় অ্যাপ দ্বারা আপনি শুধু কন্ঠ আলাদা করতে পারবেন।তবে আপ্পে অনেক সময় লাগে।আমি বলব আপনি ১ম অ্যাপ দ্বারা কাজ করুন।তাহলে আপনার অনেক সুবিধা হবে।।
app link:::; ডাউনলোড করুন.
আপ্পটি ওপেন করুন এবং আপনার গান সিলেক্ট করুন
কন্ঠ আলাদা করতে এখানে ক্লিক করুন।
গান কাট করতে এখানে ক্লিক করুন।
আপনার ইচ্ছা মতো কাট করুন এবং save loop এ ক্লিক করুন।
এবার সেভ করতে এখানে ক্লিক করুন।
তবে হ্যা,আপনি যদি ডাটা কানেক্ট কিরে রাখেন তাহলে আপনাকে একটি ad দেখতে হবে।এবং পরে গানটি সেভ করতে পারবেন । তাই আমি বলব ডাটা কানেক্ট করে না রাখাই ভালো।
2:;Vokal remover
Vocal remover.
এই আপ্পটি বেশি একটা ভালো নয়,,, সেভ হতে অনেক সময় নেয় আবার অনেকের ফোনে বেশি একটা সাপোর্ট করতে চায় না।আর সাপোর্ট করলেও ইডিট করার সময় গান টি ভালো করে শুনা যায় না। আবার সেভ শেষে ভালো ভাবে শুনা যায়।তো এটা নিয়ে কেউ বাজে কমেন্ট করবেন না।
এখানে আপনার পছন্দের গান টি সিলেক্ট করুন।
কন্ঠ রিমোভ করতে এখানে ক্লিক করুন।
এখান থেকে আপনার পছন্দমতো কন্ঠ রিমোভ করুন।
এবার সেভ করতে এখানে ক্লিক করুন।
•
ফেসবুকে আমি Md Samiul Islam.
প্রয়োজনের পাশে |
ফ্রি ফেসবুকে আমি। |
---|---|
একটি লাইক দিবেন এবং |
একটি ভালো কমেন্ট করবেন |
Thank You.(ধন্যবাদ)