Site icon Trickbd.com

আসুন এবার আমাদের মোবাইলটিকেই ডার্ক মোড করে নেই।

Unnamed

আসসালামু আলাইকুম।
.
শা করি ভালো আছেন।
..

আপনি- আমি আমরা সককলেই জানি যে ডার্ক মোড ব্যবহার করলে আমাদের চোখ অনেক সুরক্ষিত থাকে।
এতো দিন আমরা মেসেঞ্জার, ইমো, মেসেজ,ক্রোম ব্রাউজার, সহ আরো অনেক অ্যাপ ডার্ক মোড করেছি।
তো আজকে আমি দেখাব যে কিভাবে আমাদের ফোনটিই ডার্ক মোড করে নিব।
এটি আমরা অনেকে জানি আবার অনেকে জানি না,যারা এটি জানেন তারা দয়া করে এই পোষ্টটি আর দেখবেন না।
এটি করতে আমাদের কোনো প্রকার অ্যাপ প্রয়োজন হবে না। শুধু আমাদের ফোন সেটিংস এ একটি কাজজ করলেই হবে।
তো বন্ধুরা চলুন শুরু করা যাকঃ

..

এটি আপনাদের অনেক উপকারে আসবে।
নিচে দেয়া স্কিনশট গুলো দেখুন এবং সেই অনুযায়ী কাজ করুন।
।।
    

যাদের এরকম অপশন আসবে না তারা সার্চবারে Display লিখে সার্চ দিন। এবং সেখানে কালার নামে অপশন টি অন করে দিন হয়ে যাবে।
প্রথমে আপনার ফোন সিটিংস এ চলে যান।এবং সেখান থেকে Accessibility বেছে নিন এবং প্রবেশ করুন।

সেখানে Display বা একটু নিচে চলে আসুন এবং এটি সিকেক্ট করুন বা অন করে দিন।
যাদের মোবাইলে এই অপশনটি পাবেন না তারা সার্চবারে Display লিখে সার্চ করলে এই অপশন টি পাবেন।

এবার দেখুন ডার্ক মোড হয়ে গেছে। পূরো ফোনটি।

এবার আমি যদি আমার কোনো আপ্পে প্রবেশ করে আপনাদের দেখাই। দেখুন আমার ডায়াল অ্যাপ টি।

mx player আপ্পটিও দেখুন।

• দয়া করে কেউ খারাপ কমেন্ট করবেন নাহ।
ফেসবুকে আমি Md Samiul Islam.

 

 

 

কিছু কথা

প্রয়োজনের

পাশে

ফ্রি ফেসবুকে আমি।

একটি লাইক দিবেন

এবং

একটি ভালো কমেন্ট

করবেন

 

Thank You.(ধন্যবাদ সকলকে।)
 
Exit mobile version