Site icon Trickbd.com

আর নয় Shareit!কোনো ধরণের এপস ছাড়া যেকোনো ফাইল ট্রান্সফার করুন দূরন্ত গতিতে…{Samsung}

Unnamed

আসসালামু আলাইকুম…

কেমন আছে সবাই?আশা করি ভালো আছেন।

এন্ড্রয়েড ফোন ইউস করে কিন্তু শেয়ারইট ইউস করেনা এমন মানুষ খুজে পাওয়া খুব দুষ্কর।অবশ্যই শেয়ারইট দিয়ে ফাইল ট্রান্সফার করে আলাদা শান্তি পাওয়া যায়।কিন্তু শেয়ারইট এ এখন অনেক ঝামেলা পোহাতে হয়।এই ধরেন সারাদিন আশ্লীল এড দিয়ে থাকবে।এছাড়া,স্টোরেজ এ অনেক স্পেস দখল করে নেয় এই শেয়ারইট।আজকে আমি এইসব ঝামেলা থেকে মুক্তির পথ দেখাব…..

আগেই বলে রাখিঃ যদি আপনি আগে থেকে জেনে থাকেন তাহলে পোষ্টটা না পড়ে সোজা বের হয়ে যান।ভালো না লাগলে রিপোর্ট দিন,তবে খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।

এবার মূলকাজঃ

সংক্ষেপে দেখে নিনঃ

এবার বিস্তারিতঃ

প্রথমে যেই ফাইলটি শেয়ার করতে চান সেটি সিলেক্ট করে শেয়ার এ ক্লিক করুন

এবার Wifi Direct সিলেক্ট করুন

এবার যে মুবাইলে রিসিভ করতে চান সেই মুবাইলের Wifi Setting এ যান।তারপর

এরপর যে মুবাইল থেকে পাঠানো হচ্ছে সেই মুবাইল সিলেক্ট করুন।

এবার যেই মুবাইল থেকে পাঠাবেন সেই মুবাইলে একটা Notification আসবে।Connect এ ক্লিক করুন

আবার সিলেক্ট করুন

কাজ শেষ। দেখুন ট্রান্সফার হচ্ছে…

যারা কোনটা Sender কোনটা Reciever বুঝতেচেননা তারা স্ক্রীনশট এর  নটিফিকেশন বার এর দিকে খেয়াল করুন। বুঝতে পারবেন দুইটা দুই মোবাইল….

[বি.দ্রঃআমি সব Samsung ফোনে এই সিস্টেমটা পাইছি।অন্য ফোনো আছে কিনা তা শিউরভাবে জানা নেই]

এর পরেও কেউ না বুঝে থাকলে কমেন্ট করুন,উত্তর দেওয়ার চেষ্টা করব।

আবারো বলছি,আগে থেকে জানা থাকলে আপনি এড়িয়ে চলুন।ভালো না লাগলে রিপোর্ট করুন।খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন….

আজ আর নয় দেখা হবে পরবর্তী পোষ্টে ততদিন পর্যন্ত ট্রিকবিডির সাথেই থাকুন।

Find me on Facebook:

Facebook/Sabbir.ilil

ধন্যবাদ,পোষ্টটি পডার জন্য…..