Site icon Trickbd.com

[Essential]সাধের‌ স্মার্ট-ফোনের ব্যাটারির “সঠিক হায়াৎ ও সুস্বাস্থ্য” ধরে রাখতে বাছাইকৃত করণীয় ও বর্জনীয় বিষয় গুলি; সাথে টিপস্ ও প্রয়োজনীয় তথ্য।

Unnamed

আমরা আমাদের ফোনের ব্যাটারি নিয়ে ঠিক কতটা চিন্তা করি? যে ব্যাটারিই কিনা আমাদের ফোনের মূল চাবি কাঠি, যে কিনা নির্বিঘ্নে আমাদের ফোনকে সচল করে রাখছে কোনো প্রকার বিশ্রাম ছাড়াই, তাকে নিয়ে তো আমাদের কিছুটা হলেও চিন্তা করার দরকার আছে! তাই নয় কি? বলতে গেলে এই ব্যটারিই হচ্ছে আমাদের ফোনের মূল স্বাস্থ্য। ব্যাটারি মারা গেলে মহা বিপদে পড়তে হয়। ব্যাটারি ব্যাক-আপ বাড়ানোর মতো ব্যাপার গুলোর সাথে আমরা অধিকাংশই পরিচিত, তবে ওগুলো হচ্ছে সফ্টওয়্যারিক্যলি(বিভিন্ন এ্যাপস-এর ব্যাকগ্রাউন্ড রানিং, ব্যাটারি ড্রেইনেজ), তবে আমরা জানবো ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে physically কি করণীয় বা বর্জনীয়। সত্যি কথা কি জানেন? স্মার্টফোন নির্মাতা কোম্পানি গুলো আসলে কখোনই ফোনের ব্যাটারির ব্যাপারে ইউজারদের সহজ এক্সেস নিয়ে মাথা ঘামায় না। এজন্য অনেক সময়ই দেখা যায় যে ব্যাটারি নষ্ট হয়ে গেলে গোটা নতুন একটা স্মার্টফোন কিনতে হচ্ছে। তাই নষ্ট হবার আগেই সতর্ক হওয়া উচিত।

যেকোনো ব্যাটারি আসলে কখনোই চিরস্থায়ী নয় বা হতে পারে না! তবে ব্যাটারির সঠিক হায়াৎ ধরে রাখার জন্য উপযুক্ত করণীয় বিষয় গুলো অনুসরণ করতেই পারি। যাতে অন্তত তার থেকে সর্বোচ্চটা পেতে পারি! হায়াৎ বলতে এখানে মূলত ব্যাটারির দীর্ঘ-স্থায়ীত্বের মেয়াদ বোঝানো হয়েছে; ব্যাটারির লাইফ-টাইম বা একবার চার্জে ব্যাটারি কতক্ষন যাবে তা কিন্তু বোঝানো হয়নি!

করণীয় ও বর্জনীয়: