Site icon Trickbd.com

আসুন এনড্রয়েড দিয়েই তৈরি করি What’s app এর মতো এপ্লিকেশন। তাও আবার কোনো দক্ষতা ছাড়াই..।পর্ব ১

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশাকরি বেশ ভালোই আছেন।
তো আজকে আমরা শিখবো কিভাবে Whats’app এর মতো একটি চ্যাট করার এপ্লিকেশন তৈরি করা যায়।
যার মাধ্যমে আপনি আপনার ফ্রেন্ডসহ পরিবারের সদস্যদের সাথে চ্যাটিং থেকে শুরু করে ভিডিও কল ও করতে পারেন। সাথে পাবেন স্পেশাল ডার্ক মোড করার সুবিধা এবং চ্যাটগ্রুপ তৈরির শুবিধা।
তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আজকের এই পোষ্ট টি।

এই পোষ্ট টি করার জন্য আমাকে মাত্র ২৬ টি স্ক্রিনশট নিতে হয়েছে। পোষ্ট টি অনেক বড় হওয়ার আমি দুইটা পার্ট এ এটাকে ভাগ করেছি। যদিও আপনাদেরকে সম্পূর্ন বিষয় গুলো বুঝাতে গেলে ৩০+ স্ক্রিনশট লাগবে। তবোও একটু কষ্ট করে বুঝে নিবেন অথবা কমেন্ট করবেন।

তো প্রথমেই আপনাকে চলে যেতে হবে এই সাইট টি তে।
এরপরে লগিন করে ফেলুন এবং ক্লিক করুন Create now for free এ।

এখন দেখুন একটায় লেখা আছে Free video call and chat
Direct Link

এবার Next এ ক্লিক করুন।

এবার আপনার এ্যাপে চ্যাট করার সময় কোন ছবি টা ব্যাকগ্রাউন্ড এ দিবেন সেটা আপনার গ্যালারি থেকে দিয়ে দিন। আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য একটি অন্যরকম একটা ছবি দিয়ে দিলাম।

এবার আপনার এ্যাপটি কেউ ডার্ক মোড এ চ্যাট করতে গেলে ব্যাকগ্রাউন্ড এ কোন ছবিটা থাকবে সেটা গ্যালারি থেকে দিয়ে দিন

এবার স্টিকারের জন্য একটা ফটো দিয়ে দিন আপনার ইচ্ছামত।

এখন আপনার এ্যাপের জন্য একটা রং সিলেক্ট করুন আপনার ইচ্ছামতো।
আমি আপনাকে কালো এবং Grey ছাড়া অন্য রং নিতে সাজেস্ট করবো।
যদিও আমি Grey টাই নিলাম।

এবার Next বাটন এ প্রেস করি।

এখন নিচের ফাঁকা বক্সে আপনার এ্যাপের একটা নাম দিয়ে Next এ ক্লিক করুন। আমি আমারটার নাম দিলাম Free call.

এখন আপনার এ্যাপের একা ডেসক্রিপশন (বিবরণ) দিয়ে দিন।
এবং Next এ ক্লিক করুন।

এখন আপনার এ্যাপের একটা আইকন দিন। আপনি গ্যালারি থেকেই একটা আইকন নিতে পারেন তবে আমি default আইকন ই নিলাম।

এবার Create বাটনে প্রেস করি।

এবার আপনার ফোন নাম্বার চাইতে পারে আপনি উপরের ✗ চিহ্ন তে ক্লিক করে কেটে দিবেন এবং নিচে স্ক্রল করে চলে আসবেন। এবং একটা QR code দেখতে পারবেন। কোডটার স্ক্যান করে এ্যাপটা ডাউনলোড করতে পারেন অথবা নিচে Download লেখা আছে সেখানেও ক্লিক করতে পারেন।

এবার ১০০% হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং ১০০% হয়ে গেলে একটা ডাউনলোড আইকন দেখতে পারবেন ওখানে ক্লিক করে নিবেন।

এরপরে ডাউনলোড শুরু হয়ে যাবে।
ডাউনলোড হয়ে গেলে Install লেখাতে প্রেস করে ইনস্টল করে ফেলুন।

১ম পর্ব টা এতটুকুই থাকুক।পরবর্তী পরবে এ্যাপ নিয়ে বিস্তারিত স্ক্রিনশট সহ বুঝিয়ে লেখার চেষ্টা করবো।

নিজে ভালো থাকবেন। অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন।

পোস্টি সবপ্রথম Jahid লিখেছেন তার অনুরধে আমি টিউন টি ট্রিকবিডি তে পাবলিশ করলাম।

টিউনটি কেমন হয়েছে তা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। So, কমেন্ট বক্সে লিখে ফেলুন কেমন হয়েছে। আর একটা ধন্যবাদ প্রাপ্য থাকলাম। যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। রাত জেগে টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!!
আবারও ধন্যবাদ সবাই কে…

আমার পোস্ট এ যদি আপনার সামান্য হলেও উপকার হয়ে থাকে তাহলে আমাদের সাইট টি ভিজিট করে আসবেন।আমাদের সাইটের লিংক
TipsNow24.Com

আমাদের সাইটে ১ টি পোস্ট করেই ১০ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়।আপনার টাকার পরিমান সবনিম্ন ৩০ টাকা হলে পেমেন্ট নিয়ে পারবেন।

ধন্যবাদ

Exit mobile version