হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, সবাই কেমন আছেন ?
আশা করি সবাই ভালোই আছেন , অনেক দিন পর আবার লিখতে বসলাম । আমি মূলত পিসি ক্যাটাগরি তে পোস্ট করি , তবে আজকের পোস্ট টি Android ইউজার ভাইদের জন্য ।
আমি অভ্র দিয়ে লিখি তাই বেশি কথা লিখতে পারছি না । তো বন্দুরা কথা না বাড়িয়ে কাজ এ আসি ।
প্রথমেই নিচের লিঙ্ক থেকে WINE HQ সফটওয়্যার টি ডাউনলোড করি ।
https://dl.winehq.org/wine-builds/android/
ডাউনলোড হয়ে গেলে সাধারণ ভাবে সফটওয়্যার টি ইন্সটল করি ।
সফটওয়্যার টি ইন্সটল হয়ে গেলে ওপেন করুন
ওপেন করার পর একটু লোড নিবে
লোড হয়ে গেলে এই রকম একটি পেইজ আসবে
এবার স্টার্ট এ ক্লিক করুন
এখনে রান কমান্ড দেখতে পাবেন
এখান এ ক্লিক দিয়ে আপনি উইন্ডোজ এর অ্যাপ আপনার মোবাইল এ রান করাতে পারবেন ।
Add/Remove Programs এ ক্লিক করে আপনি নতুন প্রোগ্রাম অ্যাড বা রিমুভ করতে পারবেন ।
অ্যাপ টা ডাউনলোড করে ইন্সটল করে সব আপনা থেকেই বুঝে যাবেন ।
install এ ক্লিক করে আপনার পছন্দের সফট রান করান ।
দেখুন চলছে
আশা করি সবাই বুঝতে পারছেন , কোনো সমস্যা হলে কমেন্ট এ জানান ।পোস্ট টা ভালো লাগলে একটা লাইক দিন ।
আর একটা কথা আমার android phone নাই , কাজেই স্ক্রীনশট গূূলা সংগ্রহ করা , যার কারণে আমি আন্তরিক ভাবে আপনাদের কাছে ক্ষমা পার্থী ।
সবাই ভালো থাকবেন সুস্ত থাকবেন ।