আসসালামু আলাইকুম
কিভাবে কোন এ্যাপ ছাড়াই ফোনের সেটিং এর মাধ্যমে বাংলায় মুখে যা বলবেন, তা ই লিখে দিবে।
একদল লোকেরা এখন তো খুবই খুশি, আরে ভাই এতোটা খুশি হইয়েন না এভাবে কোন কিছু লেখার অভ্যাস করলে, একদিন দেখবেন কিবোর্ড আর হাতে নিতেই ইচ্ছে করে না।
যেমন আগে লোকেরা মাইলছে মাইল পায়ে হেটে পথ অতিক্রম করতো, আর এখন দেখুন ; আর এর ফলেই আমাদের শরীরের এই অবস্হা।
তাহলে আপনি এটা শিখান কেনো, দু এক দিন আগে এক ভাই একটা এ্যাপ নোটপ্যাডের মতো তার মধ্যে মুখে যা বলবেন তা ই লেখে দেয়।
তবে সমস্যা হলো ওই এ্যাপে প্রবেশ করে ওই জায়গায় শুধু লিখা যাবে আইমিন ফেসবুকে, ইউটিউবে লেখা যাবেনা।
আমি যদি এই ট্রিকটি না ও আপনাকে শিখাই কোনো একদিন আপনি অবশ্যই শিখে যেতেন।
মোবাইল তো ভালো কাজে ও ব্যবহার করা যায়, খারাপ কাজেও ব্যবহার করা যায়, তেমনি আপনি যে সময় জরুরী কোন কিছু অল্প সময়ের মধ্য লিখতে চান ; তখনই এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন।
১. সেটিং এ ক্লিক করুন।
২. ল্যাঙ্গুয়েজএন্ড ইনপুট এ ক্লিক করুন।
৩. যদি আপনার ফোনে বাংলা কিবোর্ড থাকে তাহলে আপনি ৭নং স্কিনসট থেকে দেখুন।
আর যাদের নেই তারা চিত্রে দেখানো অংশে ক্লিক করুন।
৪. চিত্রে দেখানো অংশে ক্লিক করুন।
৫. চিত্রে দেখানো অংশে ক্লিক করুন। এই অপশন টি বন্ধ করে দিন।
৬. অন করে দিন।
৭ . চিত্রে দেখানো অংশে ক্লিক করুন।
৮. চিত্রে দেখানো অংশে ক্লিক করুন।
৯. চিত্রে দেখানো অংশে ক্লিক করুন।
১০. চিত্রে দেখানো অংশে ক্লিক করুন।
১১. চিত্রে দেখানো অংশে ক্লিক করুন।
১২. চিত্রে দেখানো অংশে ক্লিক করুন।
আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?
২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো