আসসালামু আলাইকুম!! আজকে আলোচনা করব লিনাক্স নিয়ে এবং এন্ড্রোয়েড লিনাক্স কিভাবে চালানো যায় সেটা নিয়ে। শুরু করা যাক……
লিনাক্স কি??
লিনাক্স একটা কার্নেল। কার্নেল বলতে ধরুন এটা একটা সাধারন পিস্তল। এটা দিয়ে জাস্ট আপনি গুলি করতে পারবেন। কিন্তু, একজন এসে এর সাথে জুড়ে দিল একটা ছুরি আর নাম দিয়ে দিল ডেবিয়ান। হয়ে গেল একটা অপারেটিং সিস্টেম যাকে অনেকে লিনাক্স ডিস্ট্রো বলে ডাকে। আবার, আরেকজন এসে ডেবিয়ান এর সাথে জুড়ে দিল একটা মিসায়েল আর নাম দিয়ে দিল উবুন্টু। এখন, মাঝে মধ্যে উবুন্তু ফর্সা হলে নাম দেই জুবুন্তু আর কালো হলে নাম দেই কুবুন্তু। আর অন্য রঙের হলে অন্য নাম দেই। এরকম আরো অনেক ডেবিয়ান ভিত্তিক লিনাক্স ডিস্ট্রো বা অপারেটিং সিস্টেম আছে যেমনঃ কালি লিনাক্স, আর্ক ইত্যাদি ইত্যাদি।।
লিনাক্স কে তৈরি করেছে এর ইতিহাস কি??
১৯৯১ সালের ১৭-ই সেপ্টেম্বর এর কথা লিনাচ টরভাল্ডস তৈরি করে ফেলেন একটা কার্নেল আর নাম দিয়ে দেন নিজের নাম অনুসারে লিনাক্স। সেই কার্নেলের উপর ভড় করেই বেড়ে উঠছে লিনাক্স অপারেটিং সিস্টেম জগত। এখন অবধি প্রচুর ডিস্ট্রো বের হয়েছে। লিনাক্স একটা ফ্রি অপারেটিং সিস্টেম।
কেন লিনাক্স??
আপনি কি ভাইরাসে আক্রান্ত হতে হতে ক্লান্ত?? নিজের সিকিউরিটি নিয়ে দুশ্চিন্তায় থাকেন?? তাহলে আর দেড়ি না করে এখনই ইন্সটল করে ফেলুন লিনাক্স এর কোন একটা অপারেটিং সিস্টেম!! কারণ, লিনাক্স ওপেন সোর্স অপারেটিং সিস্টেম এবং ফ্রি। অর্থাৎ, যে কেউ এখানে অবদান রাখতে পারেন। আর, এর সিকিউরিটি টাকেই সবথেকে বেশি প্রাধান্য দেয়া হয়। হোয়াইট হ্যাট হ্যাকার রাই এখানে সিকিউরিটির দায়িত্বে থাকে তাই, হ্যাকিং চালানো প্রায় অসম্ভব!!
এন্ড্রোয়েডে কি লিনাক্স চলবে??
এক কথায় উত্তর হ্যা। আর, Nexas5 Android Phone তো তৈরিই হয়েছে লিনাক্সের কার্নেলের উপর ভিত্তি করে। তাই, নিশ্চিন্তে চালাতে পারবেন লিনাক্স আপনার এন্ড্রয়েডে।
কেমন সিস্টেম এর ফোন লাগবে??
র্যামঃ- মোটামুটি একটা সিস্টেম হলেই হবে। ১ জিবি র্যাম এও চলবে। তবে, আপনার যদি এন্ড্রোয়েড ফোন হয়ে থাকে ২ জিবি বা তার বেশি তাহলে একদম স্মুথলি চলবে। ১ জিবি র্যাম বলে যে হ্যাং করবে বা স্লো হবে এরকম না। তবে, বেশি থাকা ভালো।
প্রসেসরঃ- সাধারন ফোনে যেরকম প্রসেসর থাকে সেরকম হলেই হবে। আলাদা কিছুর প্রয়োজন নেই।
এটা একদম ফুল ভার্সন তো নাকি জাস্ট সিম্পল এপ??
আপনাকে কথা দিচ্ছি এটা একদম ফুল ভার্সন। কোন কমতি নেই কম্পিউটারের লিনাক্সের থেকে।
আমরা লিনাক্সের কোন অপারেটিং সিস্টেম ইন্সটল করব??
আজকের টিউটরিয়ালে দেখাবো উবুন্তু এর একদম লেটেস্ট ভার্সন। আর, আগামী পর্বে দেখাবো কালি লিনাক্স ইন্সটল এর উপায়!!
কি কি লাগবে??
- একটা রুটেড ফোন — এই সাইটেই অনেক টিউটোরিয়াল আছে ফোন রুট করা নিয়ে দেখতে পারেন। রুট করা খুব সিম্পল কাজ!!
- BusyBox — প্লে স্টোর লিংক দিলাম ডাউনলোড করে নিন।
- VNC Viewer — প্লে স্টোর লিংক দিলাম ডাউনলোড করে নিন।
- Linux Deploy — প্লে স্টোর লিংক দিলাম ডাউনলোড করে নিন।
আর কিছুই লাগবে না এবার ইন্সটল এর পালা।
ধাপে ধাপে লিনাক্স ইন্সটল এর উপায়ঃ-
এখন থেকে শেষ অবধি যদি ভালো স্পিডের Wi-fi এর মধ্যে থাকেন তাহলে দ্রুত ইন্সটল হবে। নাহলে দেরি হতে পারে।
স্টেপ-১–
ইন্সটল করে ফেলুন Busy Box, VNC viewer এবং Linux Deploy উপরে প্লে-স্টোর লিংক দেয়া আছে।
স্টেপ-২–
ওই তিনটা এপ ইন্সটল হয়ে গেলে ওপেন করুন Linux Deploy এবং একদম নিচের ডান দিকে দেখুন ডাউনলোড আইকন আছে সেটাতে ক্লিক করুন দেখবেন একটা মেনু এসেছে।
স্টেপ-৩–
এখান থেকে Distribuition এ ক্লিক করে সিলেক্ট করুন Ubuntu।
স্টেপ-৪–
এখন নিচের দিকে স্ক্রল করতে থাকুন এবং GUI নামের একটা সেকশন আছে এবং তার নিচে লেখা আছে Enable ঐটা যদি টিক মার্ক না দেয়া থাকে তাহলে টিক মার্ক দিয়ে দিন এবং তার নিচে দেখুন “Graphics subsystem” লেখা আছে ওখানে VNC সিলেক্ট আছে নাকি দেখুন না থাকলে সিলেক্ট করে দিন।
স্টেপ-৫–
এবার নিচের দিকে দেখুন “GUI Setting” লেখা আছে সেটাতে ক্লিক করুন এবং Width অপশনে 1024 অথবা 1152 লিখুন। এখন Height অপশনে 576 অথবা 648 লিখুন।
স্টেপ-৬–
GUI Setting থেকে বের হয়ে মুল মেনুতে আসুন এবং স্ক্রল করে User Name এবং User Password অপশন খুজে নিন। ইচ্ছা মতো ইউজার নেম এবং পাসয়ার্ড দিয়ে দিন। এই দুইটা মনে রাখবেন ভুলে গেলে সমস্যা আছে। তাই, লিখে রাখুন।
স্টেপ-৭–
এবারে মেনু বার থেকে বের হয়ে আসুন এবং “Linux Deploy” এপ এর একদম মুল হোম পেজে আসুন। ওখানে উপরের ডান দিকে তিনটা ডট আছে। ওখানে ক্লিক করুন এবং install এ ক্লিক করুন।
এবারে অপেক্ষা করুন। আপনার নেট স্প্লিড এবং ফোনের স্পিডের উপর নির্ভর করবে সময়।
স্টেপ-৯–
ইন্সটল শেষ হলে স্ক্রিনের নিচের দিকে লেখা আসবে “<<<deploy” । ওই লেখাটা আসলে স্ক্রিনের নিচের দিক থেকে একটা বাটন পাবেন Start নামের ওটাতে ক্লিক করুন এবং তারপর OK ক্লিক করুন। এবারে, স্ক্রিনের নিচের দিকে “<<<Start” লেখা আসবে। এর মানে, হয়ে গেছে সব।
স্টেপ-১০–
এবারে অটোমেটিক VNC চালু হয়ে যাওয়ার কথা। যদি না হয় তাহলে “VNC Viewer” ওপেন করুন এবং নিচের দিকে সবুজ রঙ এর “+“ আইকন দেখবেন। ওটাতে ক্লিক করলে “New Connection” লেখা বক্স আসবে এবং সেখানে Address এর জায়গায় দিবেন localhost এবং Name এর জায়গায় দিবেন “Linux“।
এখন Create এ ক্লিক করুন। লিনাক্স চালু হয়ে যাবে।
স্টেপ-১১–
কম্পিউটারে যেভাবে লিনাক্স ব্যবহার করতে হয় যেভাবে এখানেও একই ভাবে ব্যবহার করতে থাকুন।।
ধন্যবাদ!! আগামী পর্বে থাকবে কিভাবে এই লিনাক্স আনইন্সটল করবেন। এবং তারপরে থাকবে “Kali Linux Install” করা।
আসসালামু আলাইকুম!! ভালো থাকুন সুস্থ থাকুন। দেখা হবে আগামি পর্বে। যেকোন সমস্যা হলে কমেন্টে জানিয়ে দিন।
ধন্যবাদ!! আমি শাহরিয়ার আহমেদ শোভন!!
আরো ভালো আর্টিকেল পেতে চলে যান এই লিংক এ www.thebanglatech.xyz