Site icon Trickbd.com

[আহো ভাতিজা পর্ব- ৮.১]♦️এখন থেকে নিজেই মোবাইল দিয়ে স্পেকট্রাম ভিডিও তৈরি করুন বা ?আপনার পিকচারের চারপাশে বিট ইফেক্ট দিন?

শুরুতে সকলকেই জানাই ♥️আসসালামুআলাইকুম♥️

আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।

আপনারা তো জানেনই, আমি আমার ইউটিউব চ্যানেলে শুধু হ্যাকিং ভিডিও আপলোড করে থাকি কিন্তু এক বড় ভাই বলল “হ্যাকিং ভিডিও মণতাইজ করে না” সেই জন্য এখন থেকে অ্যান্ড্রয়েড মোবাইল এর কিছু সেরা ভিডিও আপলোড করি  ।

এখন থেকে এগুলো topics নিয়ে পোষ্ট করবো।

তো আজকে আমি আপনাদের মাঝে দারুন একটি tutorial শেয়ার করবো।

?আজকে আমি আপনাদের দেখাতে চলেছি ?।

কিভাবে আপনি স্পেকট্রাম ভিডিও তৈরি করবেন।

যেমন: একটি ভিডিও গানের মিউজিক বিট আপনার গোল একটি পিকচারের চারপাশে ইফেক্ট দিবে।

এই ছবির মত হবে আর হ্যা ! এটা মোবাইল দিয়েও তৈরী সম্ভব। সাধারণত এটি কম্পিউটার দিয়ে তৈরি করে।

নিচের পিকচারটি আমি ভিডিও থাম্বনেইল এর জন্য বানিয়ে ছিলাম।এজন্য নিচে উপরদিয়ে এরকম লেখা দিছি।আপনি চিন্তা করবেন না ,আপনার টাই এমন আসবে না।

বুঝলেন তো? আমি কি নিয়ে পোষ্ট করবো।

?তো চলুন শুরু করা যাক ?

প্রথমে আপনাকে ২টি এপস লাগবে

১ /PicsArt এপ্লিকেশন ডাউনলোড করে নিন।

২/Avee Player Music Pro (apkpure)

ডাউনলোড হয়ে গেলে স্ক্রীনশট গুলা ফলো করুন।

আপনি আপনার পছন্দমত পিক দিন, যেটার চারপাশে স্পেকট্রাম দিবেন।

পিকচারটি এখন আপনার গ্যালারিতে সেভ করে রাখুন

আজকে আমি শুধু PicsArt এর কাজ পর্যন্তই দেখালাম।

Next পোষ্টে আমি avee player এর সম্পূর্ণ কাজটি দেখিয়ে দিব।

আসলে সম্পূর্ণ পোষ্টটি লিখতে অনেক সময় লাগবে।

এজন্য আমি আজ এ পর্যন্তই দেখিয়ে দিলাম।

তাছাড়া,আগামীকাল থেকে আমার এক্সাম শুরু ।জানি না ,কতটা এখন এক্টিভ থাকতে পারবো।

তবুও চেষ্টা করবো,আপনাদের সাথে থাকার।

আমার ইউটিউব চ্যানেলে এই টিউটোরিয়াল টি ফুল দেওয়া আছে।

আসলে,ভিডিও বানানো অনেক সহজ কিন্তু পোষ্ট লেখা অনেক সময়ের ব্যাপার।

আপনারা চাইলে আমার সম্পূর্ণ টিউটোরিয়ালটি এই মাত্র দেখতে পারেন।

আর এরকম ভিডিও আরো পেতে চাইলে subscribe করুন আমার চ্যানেল।?

আমার এক মামাতো ভাই আছে,সে অনেক সুন্দর ভিডিও গান কভার করে,কিন্তু তার গানে কোনো ভিউ পরে না।আপনারা যদি তার চ্যানেলে একটু ঘুরে আসতেন,ভালো হতো।

আমার এই পোষ্টটি শেষ হয়ে গেলে,আপনাদের মাঝে আবার শেয়ার করবো।

কিভাবে slow motion video বানাবেন ।

আশা করি আপনাদের সকলের এই পোষ্টটি ভালো লেগেছে।

Next পোষ্টটি অবশ্যই দেখবেন।

ধন্যবাদ

Exit mobile version