আসসালামু আলাইকুম,আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।সকলকে আবারো Tipsnow24 এ আমার আজকের পোষ্টে স্বাগতম জানাচ্ছি। আবারো আজকে Tipsnow24 এ লিখতে বসলাম।আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে আপনাদের ঘরবাড়ি, রাস্তাঘাট অথবা যেকোনো জায়গার ছবি দেখবেন।তো এটা করা জন্য গুগল ম্যাপসের মতো একটা স্যাটেলাইট এ্যাপস লাগবে,যার সাহায্যে আপনি আপনার অবস্থানের ঘরবাড়ি,রাস্তাঘাট দেখতে পারবেন।তাছাড়া সার্চ দিয়েও বিশ্বের যেকোনো জায়গার ছবি দেখতে পারবেন।তো চলুন শুরু করা যাক, প্রথমে এ্যাপসটি ইনস্টল করেনিন,ইনস্টল করতে এখানে ক্লিক করুন
তারপর মোবাইলের সেটিংসে যান
এবার লোকেশনটি অন করেদিন
এবার এ্যাপসটি ওপেন করুন
পারমিশনগুলো Allow করেদিন
এবার এ্যাপসে প্রবেশ করে বেরিয়ে এসে আবার প্রবেশ করুন তাহলে দেখুন আপনার অবস্থানের রাস্তাঘাট, ঘরবাড়ি দেখতে পারছেন, চাইলে জুৃম করতে পারবেন।
এবার অন্য কোনো জায়গা দেখতে সার্চ করুন
জায়গার নাম দিন এবং ইন্টার করুন
দেখুন লিস্ট চলে এসেছে যেকোনো একটায়,ক্লিক করুন।
দেখুন সেই জায়গার সবকিছু দেখতে পাচ্ছেন।
আশাকরি আপনার বুঝতে পেরেছেন না বুঝলে অবশ্যই কমেন্ট করুন।পোষ্টে ভুলত্রুটি হলে ক্ষমা করবেন।
পোস্টি সবপ্রথম লিখেছেন আমাদের সাইটের Author MdshakilHasan
টিউনটি কেমন হয়েছে তা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। So, কমেন্ট বক্সে লিখে ফেলুন কেমন হয়েছে। আর একটা ধন্যবাদ প্রাপ্য থাকলাম। যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। রাত জেগে টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!!
আবারও ধন্যবাদ সবাই কে…
আমার পোস্ট এ যদি আপনার সামান্য হলেও উপকার হয়ে থাকে তাহলে আমাদের সাইট টি ভিজিট করে আসবেন।আমাদের সাইটের লিংক
TipsNow24.Com
আমাদের সাইটে ১ টি পোস্ট করেই ৫-১০ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়।আপনার টাকার পরিমান সবনিম্ন ৩০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।
★★আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন
★★আল্লাহ হাফেজ★★