Site icon Trickbd.com

নিজের ছবি দিয়ে তৈরি করুন লোগো তা ও আবার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও সহ  (with PicsArt অ্যাপ)

Unnamed

.হ্যালো বন্ধুরা!
welcome
To
Trickbd
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আমরা দৈনন্দিন ব্যবহৃত দ্রব্য বিভিন্ন ধরনের লোগো দেখি যা বিভিন্ন ধরনের হয়ে থাকে কিন্তু আমাদেরকে দৃষ্টি আকর্ষন করে এমন লোগো হল যা কোন মানুষের ছবি দিয়ে তৈরি , আর আমাদের মনে অনেকের সংশয় থেকে ইস্ আমি যদি আমার ছবি দিয়ে একটি লোগো তৈরি করতে পারতাম। আজকে আমি আপনাদের সংশয় দূর করার জন্য এসেছি।

হ্যা বন্ধুরা আজকে আমি আপনাদের কে দেখাব কিভাবে আপনি আপনার ছবি দিয়ে লোগো তৈরি করবেন তা ও আবার আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে।
তার আগে আমার তৈরি কিছু লোগো দেখে নিন।





তো আপনার যা লাগবেঃ
?.picsart app
চলুন এডিটিং শুরু করি।
প্রতিটি screen shot ভাল করে লক্ষ্য করবেন।
১.ওপেন অ্যাপ

2.এডিটে যাও ছবি সিলেক্ট কর।

৩.ক্লিক effect black & white।


৪.ছবি অনুযায়ী amount ঠিক করে নিন।

৫.then pic এ দেখানো হয়েছে সেইখানে ক্লিক করুন।

৬.ছবিটি গ্যালারিতে সেভ করে নিন।

৭.এইবার যা এডিট করেছেন তা discard করে দিন। এবং creat new draw এর, একটা প্রোজেক্ট খুলুন।

৮.এডিট করা ছবিটি সিলেক্টে করুন।


৯. zoom  আর eraser ভাল করে লক্ষ্য করুন এখানে আপনার কাজটা উল্টাপাল্টা হয়ে যেতে পারে zoom দিয়ে zoom করবেন আর eraser দিয়ে রিমুভ করবেন এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন।


আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সাদা কালlর নিবেন আপনি চাইলে  eraser ছোট বড় করে erase করতে পারবেন।

১০.তারপর background erase হয়ে গেলে যুম এর ডানপাশের অপশন থেকে এটা নিন।

১১.drag করে ছবির মত বসিয়ে দেন।

১২.line এর বাইরে চলে গেছে তা  erase করে দিন।

১৩. এইবার নিচের ছবির মতো সিলেক্ট করুন।

১৩.drag করে নিচের ছবির মতো বসিয়ে দেন।

১৪.ছবির অনুসরণ করুন।


15.text এ ক্লিক করে আপনার নাম বসান।


১৬.add photo তে ক্লিক করে একটি কালার ফটো সিলেক্ট করুন।




১৭.follow ss



বুঝতে সমস্যা হলে ভিডিও দেখুন।

ব্যস কাজ শেষ হয়ে গেল face logo তৈরি।
আপনাদের কাছে আমার একটি রিকুয়েষ্ট আমার ছোট ইউটিউব চ্যানেল টি ঘুরে আসার জন্য ভাল লাগলে subscribe করবেন।

SUBSCRIBE

ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য ভাল লাগলে comment করে জানাতে ভুলবেন না।
খোদা হাফেজ।
বিঃদ্রঃ কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।