Site icon Trickbd.com

এখনি ডাউনলোড করে নিন Orginal ViVO Style এর Boot Animation + Boot Audio _সাথে Boot Animation Change করার A to Z Review____0:\>

Unnamed

সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন । আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি । আজ আমি একটি Boot Animation Review করতে চলেছি আশা করি সকলেই আমার সাথে থাকবেন । ধন্যবাদ

 

আজ আমি আপনাদের সামনে একটি Boot Animation নিয়ে হাজির হয়েছি । আশা করি এই Animation টা প্রত্যেকটা এন্ড্রয়েড ইউজারদের ভাল লাগবে । শুধু তাই নয় আজ আমি দেখানোর চেষ্টা করবো কিভাবে ফোনের বুট অ্যানিমেশন পরিবর্তন করতে হয় । সুতরাং পোষ্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন । 
আর শুনুন আজ প্রথম আমি বুট অ্যানিমেশন নিয়ে পোষ্ট করতেছি সুতরাং ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । 
আর আমি আগে বুট অ্যানিমেশন নিয়ে পোষ্ট দেখেছি  সেখানে অন্যান্য সকলেই অ্যানিমেশন এর স্ক্রিনশট দিয়েছেন কিন্তু আমি ক্ষমা চাচ্ছি যে আমি অ্যানিমেশন এর স্ক্রিনশট দেবো না । কারন এই অ্যানিমেশন এর স্ক্রিনশট দিলে আপনারা কিছুই ভালো দেখতে পারবেন না এবং ভালোভাবে বুঝতেও পারবেন না । তাই অযথা ঝামেলা নাই করি..!!!! 
প্রথমে নিচের লিংক থেকে Boot Animation টা ডাউনলোড করে নিন সাথে অ্যানিমেশনটির অডিও দেয়া আছে দুটোই ডাউনলোড করবেন এবং ডাউনলোড হয়ে গেলে একটা আলাদা ফোল্ডারে রেখে দিবেন । 


 


 

BootAnimation Download Link in Bellow


 


 

যারা বুট অ্যানিমেশন পরিবর্তন করতে পারেন না তারা নিচের স্ক্রিনশট অনুসরণ করুন এবং সেই অনুযায়ী কাজ করুন ।

(Note: বুট অ্যানিমেশন পরিবর্তন করতে অবশ্যই ফোন রুট থাকতে হবে)

নিচ থেকে Root Explorer এ্যাপ্সটি ডাউনলোড করুন Apps টি ইন্সটল করুন । তারপর স্ক্রিনশট অনুসরণ করুন ।


 


 


 

Root Explorer Apps টি ওপেন করুন ।
একটু নিচে যান দেখুন System লিখা আছে ওখানে ক্লিক করুন ।

Media লিখায় ক্লিক করুন ।

এখন Root Permission চাইবে Grant/Allow করে দিন ।

bootanimation.zip লিখায় একটু চেপে ধরুন এবং 3 Dot এ ক্লিক করুন ।


Rename লিখায় ক্লিক করুন ।

এখানে bootanimation.zip থাকবে আপনি bootanimation.zip.HQ অথবা bootanimation.zip.Bak ইত্যাদি ইত্যাদি লিখতে পারেন । I mean, আপনার ইচ্ছামত লিখবেন । লিকে Ok লিখায় ক্লিক করবেন ।

এখন Stroge লিখায় ক্লিক করে আপনি যে ফোল্ডারে আমার দেয়া লিংক থেকে bootanimation এবং audio টা ডাউনলোড করে রেখেছেন ওই ফোল্ডারে যান । এবং boot Animation ও Audio টি সিলেক্ট করুন এবং Copy বাটন এ ক্লিক করুন ।


এবার Media লিখায় ক্লিক করুন ।

এখন Paste বাটন এ ক্লিক করুন ।

ব্যাস কাজ শেষ Paste হয়ে গেছে ।


এখন ফোনটি Reboot দিন ।। আর চমৎকার একটি অ্যানিমেশন উপভোগ করুন ।


ধন্যবাদ
যারা ভালোভাবে বুঝেননি তারা নিচের আইকনে ক্লিক করে ভিডিওটা দেখুন সব বুঝতে পারবেন । আর পোষ্টটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ।


 


 


 


 

HQ__Shakib